ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। উপজেলার দিলগাঁও গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের মামলায় গতকাল সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ও কনস্টেবল আবদুর রশিদ। উপপরিদর্শক রাশেদুল জানান, বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে তিনি ও কনস্টেবল আবদুর রশিদ মাদক মামলার আসামি মাইনুদ্দিনকে (২৮) গ্রেফতারে অভিযান চালান। মাইনুদ্দিনকে তারা বাসা থেকে গ্রেফতার করেন। হাতকড়া পরানোর সময় মাইনুদ্দিন চিৎকার করে তার স্বজনদের ডাকতে থাকেন। এ সময় আশপাশ থেকে তার স্বজনরা লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হন। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা করে মাইনুদ্দিনকে ছিনিয়ে নেন। খবর পেয়ে হরিপুর থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই রাতেই সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় মামলা করেন। এতে অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিলগাঁও গ্রামের মো. সোহাগ (২৮), দুলাল হোসেন (২৬), ফজিল উদ্দিন (৫২), রুবেল ইসলাম (২৮), মোকলেসুর রহমান (২২), দুলাল হোসেন (২৬) ও হামিদুর রহমান (৫০)। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, মাইনুদ্দিনসহ হামলায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।