গাজীপুরের টঙ্গীতে দোকানের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকার সিডিএল ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতরা হলেন- জামান, দেলোয়ার ও আট বছরের শিশু দীন মোহাম্মদ। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকাগামী লেনের মন্নু গেট এলাকায় বিআরটি প্রকল্পের ভারী মালামাল ক্রেন দিয়ে ওপরে তোলা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেন উল্টে রাস্তার পাশে দোকানের ওপর পড়ে যায়। এতে তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।