রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১৪ দলের সঙ্গে মিলে নির্বাচন করবে বিকল্পধারা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে গতকাল রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় বিকল্পধারা আয়োজিত ইফতারে এই ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেটা আমরা অনুভব করি। আমির হোসেন আমু বলেন, বিশ্বমন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত সুদৃঢ়। তিনি বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে ও দেশবাসীর দোয়ায় তিনি বেঁচে আছেন, দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতেও ইনশাআল্লাহ শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দেবেন। ইফতারে যোগ দিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, বিকল্পধারা প্রতিষ্ঠার সময় দলটি দেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। দেশে বিকল্পধারা সৃষ্টির অঙ্গীকার নিয়েই দলটি যাত্রা শুরু করে। সামনেও দেশে বিকল্পধারার প্রয়োজন রয়েছে। আশা করি, দলটি এক্ষেত্রে ভূমিকা রাখবে। অতিথিদের স্বাগত জানিয়ে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ২০১৮ সালেও বিকল্পধারা ১৪ দলের সঙ্গে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামীতেও বিকল্পধারা ১৪ দলের সঙ্গেই নির্বাচনে অংশ নেবে। ইফতারে অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য মে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এমপি, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, নুরউদ্দীন চৌধুরী নয়ন এমপি প্রমুখ। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) ব্র্যাডলি কোটস ও পাকিস্তান হাইকমিশনের পরামর্শদাতা জেহানজেব খান। এ ছাড়া ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের শরিক দল জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব সেলিম আহমেদ; বাংলাদেশ শরীয়া আন্দোলনের আমির হাফেজ মো. মাসুম বিল্লাহ, মহাসচিব হাফেজ মাওলানা গাজী মাসুদ; জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ মোহাম্মদ আসাদুজ্জামান, মহাসচিব জুলফিকার মাহমুদ রতন; বাংলাদেশ মাইনরিটি ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ কুমার দাস, মহাসচিব পার্থ দাস প্রমুখ।

সর্বশেষ খবর