মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দৃষ্টি ভিন্ন দিকে নিতে একের পর এক আগুন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। তিনি বলেন, এ আগুন লাগার পেছনে আপনারা (সরকার) রয়েছেন। মানুষের যে দাবি উঠেছে সারের দাম কমাও, চালের দাম কমাও, তেলের দাম কমাও, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদের একটি ভালো নির্বাচন দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে। এ দাবিগুলো পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আপনারা এ আগুন লাগাচ্ছেন। সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, কৃষক দল নেতা এম জাহাঙ্গীর আলম প্রমুখ। মির্জা ফখরুল বলেন, পরিষ্কার করে বলছি, এ সরকারকে সরাতে হবে। সবাই দেশকে রক্ষা করার জন্য একজোট হয়েছি। আজকের এ আন্দোলন শুধু বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, জোটকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এ আন্দোলন জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। ইনশা আল্লাহ এ আন্দোলনে আমরা জিতবই।

সর্বশেষ খবর