বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
জমে উঠছে ভোটের মাঠ

বঞ্চিতরা চুপ, ব্যস্ত আনোয়ারুজ্জামান, সরব বাবুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম ঘোষণার পর থেকে ‘চুপ’ হয়ে গেছেন বঞ্চিতরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনোয়ারকে অভিনন্দন জানিয়ে কেউ চলে গেছেন দেশের বাইরে। আবার কেউ রয়েছেন নীরব। তবে সামাজিক ও রাজনৈতিক নানা কর্মকান্ডে নিযুক্ত করে নিজেকে ব্যস্ত রেখেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলও মাঠে সরব রয়েছেন। বিভিন্ন কৌশলে তিনি জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১০ জন। এর মধ্যে মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে কিছুটা হলেও হতাশ হন মনোনয়ন বঞ্চিতরা। তবে শেষ পর্যন্ত তারা দলীয় সিদ্ধান্ত মেনে ফেসবুকে আনোয়ারুজ্জামানকে নৌকার প্রার্থী হিসেবে মেনে নিয়ে অভিনন্দন জানান। এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার আগের দিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে চলে যান সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মনোনয়নপ্রত্যাশী আজাদুর রহমান আজাদ। ঈদুল ফিতরের দিন তার দেশে ফেরার কথা রয়েছে। আর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন যুক্তরাজ্যে চলে যান মনোনয়ন ঘোষণার পরদিন। বাকি সাত মনোনয়ন বঞ্চিত সিলেটে অবস্থান করলেও তারা অনেকটা ‘চুপ’ রয়েছেন। মনোনয়ন পাওয়ার পর গত সোমবার আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট ফিরলে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে উপস্থিত হন। তবে অনুপস্থিত ছিলেন বঞ্চিতরা। কেবল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু বিমানবন্দরে যান আনোয়ারকে স্বাগত জানাতে। দলীয় সূত্র জানায়, অনেকটা অভিমান করেই মনোনয়ন বঞ্চিতরা কিছুটা দূরে রয়েছেন। তবে বঞ্চিতদের কেউই দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার আশঙ্কা নেই। তফসিল ঘোষণার পর তারা প্রচারণায় নামবেন। আনোয়ারুজ্জামানও মনে করেন বৃহৎ দল হিসেবে আওয়ামী লীগে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কোনো বিভেদ নেই। সময় মতো সব নেতা-কর্মী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন বলে আশাবাদী তিনি। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রতিদিন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আগামী নির্বাচনে নৌকার পক্ষে রায় দেওয়ার অনুরোধ করছেন। উন্নয়নের স্বার্থে এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে মেয়র পদে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন তিনি। গতকাল তৈয়ব কামাল লতিফিয়া মাদরাসা ক্বিরাত কেন্দ্রে মাসব্যাপী দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন আনোয়ারুজ্জামান। এ ছাড়া তিনি নগরীর শাহী ঈদগাহ, কাজিটুলা ও খাসদবির দারুস সালামা মাদরাসায় ইফতার বিতরণ করেন। এ ছাড়া নগরীর দক্ষিণ সুরমার নবগঠিত তিনটি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে সিসিক নির্বাচনকে সামনে রেখে বসে নেই জাপার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। মঙ্গলবার তিনি সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সিলেটের উন্নয়নে তার কিছু পরিকল্পনা তুলে ধরেন। গতকাল তিনি নগরীর সাগরদিঘীরপাড়, বন্দরবাজার ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে মতবিনিময় করেন।

সর্বশেষ খবর