বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

বাকিংহাম প্যালেসের সামনে বিস্ফোরণ ছুরি হাতে আটক ১

যুক্তরাজ্য প্রতিনিধি

রাজা তৃতীয় চার্লসের কার্যালয় ও বাসভবন বাকিংহাম প্যালেসের সামনে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাজ্যাভিষেকের মাত্র চার দিন আগেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি, তবে সেই ব্যক্তিকে যখন আটক করা হয় তখনকার এটি ভিডিও সেভেন নিউজের ক্যামেরায় ধরা পড়ে। এতে দেখা যায় লম্বা, শেতাঙ্গ একজনকে পুলিশ হাতকড়া পরিয়ে নিচ্ছে, তার পরনে ধূসর কালো প্যান্ট ও সবুজ একটি টপ।

জানা যায়, সন্ধ্যা ৭টায় আটককৃত এই ব্যক্তি কাঁধে একটি ব্যাগ নিয়ে সাধারণ ট্যুরিস্টের মতো হাজির হয়। এরপর সে ব্যাগ থেকে বেশকিছু দ্রব্য বের করে প্যালেসের গেটের দিকে ছুড়ে মারে। এই দ্রব্যগুলো অ্যামুনেশনের মতো বলে জানা যায়। এ সময় বিস্ফোরণের শব্দ হয়। তখনই জিবি নিউজের রিস মগ লাইভ করছিলেন ঘটনাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে। সেই লাইভে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ তাৎক্ষণিক সেই ব্যক্তিকে আটক করে। এ সময় সেই ব্যক্তির হাতে ছুরিও পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের শব্দ মূলত শটগানের কার্তুজ থেকে সৃষ্ট। কার্তুজ মাটিতে ছুড়ে ফেলে এই বিস্ফোরণ করানো হয়। পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনার পেছনে কোনো সন্ত্রাসবাদের প্রমাণ পাওয়া যায়নি। উদ্ধারকৃত দ্রব্যগুলো পুলিশ অধিকতর তদন্তের জন্য নিয়ে গেছে। ডেইলি সানে একজন দাবি করেছেন, আটককৃত লোক গত কয়েকদিন ধরেই বাকিংহাম প্যালেসের রাস্তায় আস্তানা গেড়ে থেকেছেন এবং প্রায়ই সে নাকি চিৎকার করে বলত যে, সে রাজাকে হত্যা করবে। এদিকে জানা গেছে, ঘটনার সময় রাজা তৃতীয় চার্লস ও রানি কুইন কনসোর্ট ক্যামিলা রাজ প্রাসাদে ছিলেন না। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, আটককৃত লোক ব্যাগ ছুড়ে মারার সঙ্গে সঙ্গেই পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাকে নিরস্ত্র করার চেষ্টা করে। এ সময় পুলিশ অস্ত্র ফেলে মাটিতে শোয়ার জন্য চিৎকার করে। ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ এ সময় আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে রাজার রাজ্যাভিষেক ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বিধানের কথা ছিল শুক্রবার রাত থেকে। কিন্তু এই ঘটনায় ইতোমধ্যেই নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। বলা হচ্ছে, এই রাজ্যাভিষেকের নিরাপত্তার বলয় ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে কঠোর হবে। এই হামলার পেছনে কী কারণ ছিল সেটা জানার চেষ্টা করছে পুলিশ। তবে গত ১ বছরে রাজাকে লক্ষ্য করে এটি তৃতীয় হামলা। এর আগে লুটন ও ইয়র্কে পৃথক দুটি হামলায় দুজনকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে।

 

সর্বশেষ খবর