রংপুরের মিঠাপুকুরের বৈরাতী হাট এলাকার রতিয়া কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার কৃষক সুব্রত কুমার ভৌমিক নিজের জমি দেখতে এসে কালী মন্দিরের লোহার হ্যাজবল ভেঙে তিনটি প্রতিমা ভাঙা দেখে স্থানীয়দের খবর দেন।
জানা গেছে, মন্দিরের কালী, শিব এবং শিতলী প্রতিমার মাথা ভেঙে রেখে গেছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও আবু হাসান মিয়া ছাড়াও মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। এ সময় পুলিশের পক্ষ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অন্যদা চন্দ্র বর্মণ বলেন, কে বা কারা প্রতিমা ভেঙে দিয়েছেন। আমরা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মিঠাপুকুর থানার ওসি বলেন, এ বিষয়ে মন্দিরের সভাপতি বিভূতি ভূষণ বর্মণ থানায় মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।