২৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন গতকাল কর্মী-সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের মাঠে থাকছেন বলেও জানান। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাসহ সব প্রার্থীকেই স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো প্রার্থীকে স্বাগত জানাই। গতকাল সকালে আজমত উল্লা খানের টঙ্গীর বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আজমত উল্লা খান বলেন, নির্বাচনে অংশ নেওয়া সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি। কাউকে ছোট করে দেখি না। বড় করেও দেখি না। মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে। দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়তে ভোট দেবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আজমত উল্লা খান বলেন, ‘২০১৬-এর দুটি ধারা উল্লেখ করে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হয়নি। সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছে, সে ব্যাপারে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছি নির্বাচনী এলাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিতে পারব কি না। উনারা বলেছেন, নির্বাচনী এলাকার বাইরে করা যাবে। নির্বাচন কমিশনে গিয়ে আমার অবস্থান তুলে ধরব। কমিশনে হয়তো রং ইনফরমেশন গেছে।’ গাজীপুর সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন গতকাল কর্মী-সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। দুপুরে তাঁর বাসভবনে তিনি বলেন, ‘একটি মহল মিথ্যা ও ভুয়া কথায় ফেলে আমার ছেলেকে ১৮ মাস ধরে স্তব্ধ করে রেখেছে। সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমাদের মা-ছেলেকে জনগণ কেমন ভালোবাসে তা দেখার জন্য ভোটে দাঁড়িয়েছি। নির্বাচিত হতে পারলে রাস্তাসহ যে কাজগুলো পড়ে আছে, সেগুলো সম্পন্ন করব।’ জনগণ তাঁর পাশে আছে জানিয়ে জায়েদা খাতুন বলেন, ‘যদি সুষ্ঠু ভোট হয়, কারচুপি ও দুর্নীতি না হয় ৫৭টি ওয়ার্ডের মানুষ আমার সঙ্গে আছে, থাকবে ইনশা আল্লাহ। প্রচারণা শুরু হলে সব ওয়ার্ডেই যাব। সবার সঙ্গে যোগাযোগ রাখব। সব পেশার মানুষের কাছে ভোট চাইব। আমার চাওয়া-পাওয়া তাদের কাছে বলব। আশা করি সবার সমর্থন পাব।’ এ সময় তাঁর পাশে ছেলে জাহাঙ্গীর আলমও ছিলেন। তিনি বলেন, ‘জাহাঙ্গীর কোনো দুর্নীতি করেনি। সেই শিক্ষা তাকে দেওয়া হয়নি। ছোটবেলায় তাকে বলতাম যেদিক দিয়ে হেঁটে যাবে, সেদিকের একটি গাছের পাতাও ছিঁড়বে না। অন্যের গাছের ফলের দিকেও তাকাবে না। আমার ছেলের বিরুদ্ধে একটি মহল নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে।’ ৮ মে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করবেন। ২৫ মে গাজীপুর সিটির ভোট। ৪৮০ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা; যার মাধ্যমে পুরো নির্বাচন মনিটরিং করা হবে।
শিরোনাম
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ভোটে জাহাঙ্গীরের মা আজমতের অভিনন্দন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর