২৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন গতকাল কর্মী-সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের মাঠে থাকছেন বলেও জানান। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাসহ সব প্রার্থীকেই স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো প্রার্থীকে স্বাগত জানাই। গতকাল সকালে আজমত উল্লা খানের টঙ্গীর বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আজমত উল্লা খান বলেন, নির্বাচনে অংশ নেওয়া সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি। কাউকে ছোট করে দেখি না। বড় করেও দেখি না। মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে। দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়তে ভোট দেবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আজমত উল্লা খান বলেন, ‘২০১৬-এর দুটি ধারা উল্লেখ করে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হয়নি। সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছে, সে ব্যাপারে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছি নির্বাচনী এলাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিতে পারব কি না। উনারা বলেছেন, নির্বাচনী এলাকার বাইরে করা যাবে। নির্বাচন কমিশনে গিয়ে আমার অবস্থান তুলে ধরব। কমিশনে হয়তো রং ইনফরমেশন গেছে।’ গাজীপুর সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন গতকাল কর্মী-সমর্থক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। দুপুরে তাঁর বাসভবনে তিনি বলেন, ‘একটি মহল মিথ্যা ও ভুয়া কথায় ফেলে আমার ছেলেকে ১৮ মাস ধরে স্তব্ধ করে রেখেছে। সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমাদের মা-ছেলেকে জনগণ কেমন ভালোবাসে তা দেখার জন্য ভোটে দাঁড়িয়েছি। নির্বাচিত হতে পারলে রাস্তাসহ যে কাজগুলো পড়ে আছে, সেগুলো সম্পন্ন করব।’ জনগণ তাঁর পাশে আছে জানিয়ে জায়েদা খাতুন বলেন, ‘যদি সুষ্ঠু ভোট হয়, কারচুপি ও দুর্নীতি না হয় ৫৭টি ওয়ার্ডের মানুষ আমার সঙ্গে আছে, থাকবে ইনশা আল্লাহ। প্রচারণা শুরু হলে সব ওয়ার্ডেই যাব। সবার সঙ্গে যোগাযোগ রাখব। সব পেশার মানুষের কাছে ভোট চাইব। আমার চাওয়া-পাওয়া তাদের কাছে বলব। আশা করি সবার সমর্থন পাব।’ এ সময় তাঁর পাশে ছেলে জাহাঙ্গীর আলমও ছিলেন। তিনি বলেন, ‘জাহাঙ্গীর কোনো দুর্নীতি করেনি। সেই শিক্ষা তাকে দেওয়া হয়নি। ছোটবেলায় তাকে বলতাম যেদিক দিয়ে হেঁটে যাবে, সেদিকের একটি গাছের পাতাও ছিঁড়বে না। অন্যের গাছের ফলের দিকেও তাকাবে না। আমার ছেলের বিরুদ্ধে একটি মহল নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে।’ ৮ মে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করবেন। ২৫ মে গাজীপুর সিটির ভোট। ৪৮০ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা; যার মাধ্যমে পুরো নির্বাচন মনিটরিং করা হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা