সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় লাইফ ইজ বিউটিফুল

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় লাইফ ইজ বিউটিফুল

নিথর মাহবুবের একক অভিনয়ে শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হলো মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’।  গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এই প্রদর্শনীটি পরিবেশিত হয়।

দেড় ঘণ্টার এই প্রদর্শনীতে নিথর মাহবুব তার জনপ্রিয় খন্ড মূকাভিনয়গুলো প্রদর্শন করেন। যার মধ্যে ছিল ‘বাংলাদেশ,’ ‘ইভ টিজিং,’ ‘অনুশোচনা,’ ‘ওভার কনফিডেন্স,’ ‘বোকার সার্কাস,’ ‘আত্মঘাত’ ও ‘নারী নির্যাতন’।  মূকাভিনয়গুলো রচনা করে নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই। মিউজিক করেছেন রূপসজ্জাকর শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে কাজ করছেন ফয়সাল, টুটুল, অনিক ও রবিন।

নিথর মাহবুব বলেন, ‘করোনা পরিস্থিতিসহ নানা জটিলতার কারণে গত কয়েক বছর নাট্যশালার মঞ্চে বড় আকারে প্রদর্শনী করতে পারিনি। ঈদের আনন্দ শেষ হওয়ার পর আমার এই একক মূকাভিনয়ের মাধ্যমে দর্শক আবারও আনন্দে ফিরবে বলে আশা করছি। শিশু-কিশোররা মূকাভিনয় খুব পছন্দ করে। মূকাভিনয় তাদের ভাবনার জগৎকে প্রসার করে।

সর্বশেষ খবর