মৌলভীবাজারের রাজনগরে বিয়েতে রাজি না হওয়ায় এক যুবতীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ গত সোমবার বিকালে লালচান বাউরি নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরির ছেলে। এ ঘটনায় ওই মেয়ের ভাই বাদী হয়ে লালচান বাউরিকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, চান্দভাগ চা বাগানের মৃত রবিলাল বাউরির মেয়ে ভাগ্যরানী বাউরিকে পছন্দ করত একই বাগানের লালচান বাউরি। কিছুদিন আগে লালচান বাউরি ভাগ্যরানীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে সাড়া না দেওয়ায় লালচান ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাতে মেয়েটির ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় ভাগ্যরানী রান্নাঘরে রান্না করছিল। এতে ভাগ্যরানীর ডান চোখ ও গালের অংশ ঝলসে যায়। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, মেয়েটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আসামি লালচান বাউরিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি। প্রাথমিকভাবে সে অ্যাসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে।