বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা
সিটি নির্বাচন

নির্বাচনে অংশ না নিতে বিএনপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে সিটি নির্বাচনের ভোটারদের প্রতি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য এই আহবান জানানো হয়। বলা হয়েছে, ক্ষমতাসীন সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনারের পরিচালনায় অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো  ভোটার অংশ নিবেন না। এটি হবে শ্রেফ প্রহসনের নির্বাচন। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই সরকারের অধীনে কোন নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না বিধায়- সিটি নির্বাচনও একই ভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এই অর্থহীন নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন। বৈঠকে চলমান আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে মাঠে নামানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ খবর