রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

দুই বছরের মধ্যে শূন্যে আনা সম্ভব

সেলিম আর এফ হোসেন

দুই বছরের মধ্যে শূন্যে আনা সম্ভব

বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, এবিবির প্রস্তাবগুলো গ্রহণ করে সময় দিলে আগামী দুই বছরের মধ্যে খেলাপি ঋণ শূন্যে নামিয়ে আনা সম্ভব। গত ২৪ মে হোটেল সোনারগাঁওয়ে এবিবি আয়োজিত ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, এ বিষয়ে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানাব। অর্থঋণ আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বিভাগ ও জনবল দরকার। এসব কিছু নিয়ে আমরা একটি লিখিত পরিকল্পনা জমা দেওয়ার সময় আপনাদের (সাংবাদিক) জানানো হবে। এর আগে ২২ মে সংবাদ সম্মেলন করে সেলিম আর এফ হোসেন বলেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করা এককভাবে ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব নয়। এ কাজের জন্য সামাজিক প্রতিশ্রুতি দরকার।

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা কঠোর করতে হবে এবং এ খাতে লোকবল বাড়াতে হবে। খেলাপি ঋণ কমাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। এটাই একটা বড় চ্যালেঞ্জ।

 

সর্বশেষ খবর