শিরোনাম
রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

মেয়র প্রার্থীদের কার কত সম্পদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ইসলামী আন্দোলন ও জাকের পার্টির প্রার্থী সমান। তারা দুজনই মাস্টার্স করেছেন। আওয়ামী লীগ প্রার্থী বিএ অনার্স, এলএলবি করেছেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাক্ষরজ্ঞানসম্পন্ন। তবে তাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে পাওয়া গেছে এমন তথ্য। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে বিএ অনার্স, এলএলবি। তার বিরুদ্ধে ১৯৯৬ সালের দুটি মামলা ছিল নগরীর বোয়ালিয়া থানায়। পরবর্তীতে মামলা দুটি রাষ্ট্র প্রত্যাহার করে নেয়। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সম্পদের হিসাবে কৃষি খাত থেকে বাৎসরিক ২ লাখ ৩০ হাজার টাকা, বাড়ি-অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ৩৭ লাখ ৭০ হাজার টাকা, মৎস্য চাষ থেকে ২ কোটি ৪২ লাখ টাকা পান। স্ত্রী ব্যবসা থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা, মৎস্য চাষ থেকে ১ কোটি ৪১ লাখ টাকা আয় করেন। তার নগদ ৭ লাখ ২ হাজার ২৩৭ টাকা ও স্ত্রীর ১৮ লাখ ৪৭ হাজার ১৩০ টাকা আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৮০০ টাকা ও স্ত্রীর ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৮৭০ টাকা। জিপ ও কার ৪৬ লাখ ৩০ হাজার, নিজের ১৫ ভরি স্বর্ণালঙ্কার, স্ত্রীর ৫০ ভরি স্বর্ণালঙ্কার (উপহার হিসেবে পাওয়া) ও নির্ভরশীলের ২১ ভরি স্বর্ণালঙ্কার (উপহার হিসেবে পাওয়া) আছে। কৃষি জমি ৪ দশমিক ৬৩ একর, স্ত্রীর ১.৭৭০৫ একর। রাজশাহীতে তার দুটি ও ঢাকার বনানীতে ২.৫০ অ্যাপার্টমেন্ট আছে। চা বাগান, রাবার বাগান, মৎস্য খামারের মূল্য ৭০ লাখ ১২ হাজার ১৯০ টাকা, স্ত্রীর মৎস্য খামার ৭৯ লাখ ৩৫ হাজার টাকা। ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারুকী লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার চন্দনপাট গ্রামের বাসিন্দা। তবে তিনি এখন রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় থাকেন। হলফনামায় শিক্ষাগত যোগ্যতা কামিল (মাস্টার্স সমমান) পাস। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার বাৎসরিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। সম্পদের বিবরণে বলা হয়েছে তার কাছে ১০ ভরি স্বর্ণালঙ্কার আছে। জাকের পার্টির লতিফ আনোয়ার রাজশাহী নগরীর হেতেম খাঁ বড় মসজিদ এলাকার বাসিন্দা। হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় দেখানো হয়েছে এলএলএম। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার নগদ টাকার পরিমাণ ১ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ আছে ২ হাজার টাকা। জাতীয় পার্টির রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনের শিক্ষাগত যোগ্যতা স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। তিনি নগরীর মথুরডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লাখ। নগদ টাকা ৩ লাখ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৫০ হাজার। ১০ ভরি স্বর্ণ আছে। কৃষি জমি ৪.৫০ বিঘা। অকৃষি জমি ১২ শতক। আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নিজেই নির্বাচনী ব্যয় বহন করবেন। অন্য তিন প্রার্থী দল, আত্মীয়-স্বজন ও কর্মীদের সহায়তায় ব্যয় বহন করার কথা জানিয়েছেন।

 

সর্বশেষ খবর