মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা
চার সিটিতে ভোট চ্যালেঞ্জ

মতবিনিময়ে কৌশলী প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মতবিনিময়ে কৌশলী প্রচারণায় প্রার্থীরা

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। তবে এখন থেকেই মতবিনিময়ের নামে কৌশলী প্রচারণায় নেমেছেন প্রার্থী ও তার সমর্থকরা। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে বৈঠক। প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চলছে।

তফশিল ঘোষণার পর থেকেই নগরীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের ব্যানারে ওয়ার্ড কমিটির সঙ্গে মতবিনিময় শুরু করেন। সেখানে দলের নেতা-কর্মী ছাড়া স্থানীয়রা অংশ নেন। প্রতিদিনই চলছে এ মতবিনিময়। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী বলেন, সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দৃশ্যমান, এবার তিনি কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। রাজশাহীর উন্নয়নের স্বার্থে তার পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়ে মতবিনিময় করছেন। তবে ২ জুনের পর ভোট প্রার্থনা করে সভা-সমাবেশ করবেন তারা। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও মতবিনিময়ের মাধ্যমে প্রচারণায় আছেন। তিনি বলেন, ২ জুনের পর পোস্টার, লিফলেট নিয়ে ভোটারদের কাছে যাবেন দলের নেতা-কর্মীরা। এখন মতবিনিময়ের মাধ্যমে লাঙলের পক্ষে থাকতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টির প্রার্থীকে এখনো মাঠে দেখা যায়নি।

সর্বশেষ খবর