মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৪ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৩৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৬০৮ জন রয়েছেন। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৬০৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৭৭ জন।

 

সর্বশেষ খবর