বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

পৌরসভায় ইভিএম ইউপিতে ব্যালট

নিজস্ব প্রতিবেদক

দেশের ৮টি পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ২৯ ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং ২৮ ইউনিয়নের শূন্য বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আট পৌরসভায় ভোট ইভিএমে হলেও ইউনিয়ন পরিষদের ভোট হবে ব্যালট পেপারে।

গতকাল নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল দেওয়া হয়। যে পৌরসভাগুলোতে ভোট হবে সেগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের   ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তারাশ। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোট গ্রহণ হবে ১৭ জুলাই। ইলেকট্রনিক ভোটিং মেশিনে এসব নির্বাচনের ভোট নেওয়া হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ইসির প্রজ্ঞাপনে দেখা গেছে, আগামী ১৭ জুলাই ১৬ জেলার ১৮ উপজেলার ২৯টি ইউনিয়নে সাধারণ নির্বাচন হবে। এ ছাড়া ১৮ জেলার ২৫ উপজেলার ২৮টি ইউনিয়নের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন হবে একই দিনে। ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফিল অনুযায়ী - নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোট গ্রহণ হবে ১৭ জুলাই। ব্যালট পেপারে এসব নির্বাচনে ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

 

সর্বশেষ খবর