সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২০-এর ধারা ৭ (১) ও ৭(২) অনুযায়ী আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে  গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। যাত্রা শুরুর পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনের ভোটে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে পরাজিত হন নৌকার প্রার্থী আজমত উল্লা। নির্বাচনে পরাজয়ের দুই দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আজমত উল্লাকে ডেকে পাঠান। সেখান থেকে ফিরে গাজীপুর মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা করেন আজমত উল্লা। তখন থেকেই তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

সর্বশেষ খবর