প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। ঠিক এমনই এক প্রেমের ঘটনা আলোড়ন তুলেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এখানে সীমা হায়দারের সঙ্গে পার্থক্য একটাই, তা হলো সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন, কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো তরুণী পড়েছেন বিপাকে। জানা গেছে, প্রেমিকের জন্য জীবনের ওপর নানা ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে ভারতের শিলিগুড়িতে যান ২১ বছর বয়সী শাপলা আক্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন। স্বপ্ন ছিল প্রেমিকের সঙ্গে বিদেশে ঘর করবেন। কিন্তু ভারতে পৌঁছার পর জানতে পারেন প্রেমিকের অন্য উদ্দেশ্য। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী শাপলার। পরে প্রেমিক তাকে শিলিগুড়ির বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ জানায়। যদিও ভারতীয় প্রেমিকের বিষয়ে তেমন কিছুই জানতেন না বাংলাদেশি প্রেমিকা। ভারতে প্রবেশের পর প্রায় আড়াই মাস ভালোই কেটেছে শাপলার। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন, তার প্রেমিক তাকে নেপালে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটা জানতে পেরে তিনি তার হাত থেকে বাঁচতে গোপনে বেরিয়ে পড়েন। এরপর গত বুধবার রাতে তিনি শিলিগুড়ি জংশন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সদস্যদের হাতে পড়েন। তারা শাপলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূল ঘটনা। এরপরই তাকে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ শাপলাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টসহ ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। পরদিন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তরুণীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযুক্ত যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছে পুলিশ।
শিরোনাম
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
প্রেমের টানে ভারতে গিয়ে বাংলাদেশি তরুণী বিপাকে
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর