প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। ঠিক এমনই এক প্রেমের ঘটনা আলোড়ন তুলেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এখানে সীমা হায়দারের সঙ্গে পার্থক্য একটাই, তা হলো সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন, কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো তরুণী পড়েছেন বিপাকে। জানা গেছে, প্রেমিকের জন্য জীবনের ওপর নানা ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে ভারতের শিলিগুড়িতে যান ২১ বছর বয়সী শাপলা আক্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন। স্বপ্ন ছিল প্রেমিকের সঙ্গে বিদেশে ঘর করবেন। কিন্তু ভারতে পৌঁছার পর জানতে পারেন প্রেমিকের অন্য উদ্দেশ্য। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী শাপলার। পরে প্রেমিক তাকে শিলিগুড়ির বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ জানায়। যদিও ভারতীয় প্রেমিকের বিষয়ে তেমন কিছুই জানতেন না বাংলাদেশি প্রেমিকা। ভারতে প্রবেশের পর প্রায় আড়াই মাস ভালোই কেটেছে শাপলার। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন, তার প্রেমিক তাকে নেপালে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটা জানতে পেরে তিনি তার হাত থেকে বাঁচতে গোপনে বেরিয়ে পড়েন। এরপর গত বুধবার রাতে তিনি শিলিগুড়ি জংশন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সদস্যদের হাতে পড়েন। তারা শাপলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূল ঘটনা। এরপরই তাকে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ শাপলাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টসহ ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। পরদিন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তরুণীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযুক্ত যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছে পুলিশ।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি