প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। ঠিক এমনই এক প্রেমের ঘটনা আলোড়ন তুলেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এখানে সীমা হায়দারের সঙ্গে পার্থক্য একটাই, তা হলো সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন, কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো তরুণী পড়েছেন বিপাকে। জানা গেছে, প্রেমিকের জন্য জীবনের ওপর নানা ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে ভারতের শিলিগুড়িতে যান ২১ বছর বয়সী শাপলা আক্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন। স্বপ্ন ছিল প্রেমিকের সঙ্গে বিদেশে ঘর করবেন। কিন্তু ভারতে পৌঁছার পর জানতে পারেন প্রেমিকের অন্য উদ্দেশ্য। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী শাপলার। পরে প্রেমিক তাকে শিলিগুড়ির বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ জানায়। যদিও ভারতীয় প্রেমিকের বিষয়ে তেমন কিছুই জানতেন না বাংলাদেশি প্রেমিকা। ভারতে প্রবেশের পর প্রায় আড়াই মাস ভালোই কেটেছে শাপলার। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন, তার প্রেমিক তাকে নেপালে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটা জানতে পেরে তিনি তার হাত থেকে বাঁচতে গোপনে বেরিয়ে পড়েন। এরপর গত বুধবার রাতে তিনি শিলিগুড়ি জংশন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সদস্যদের হাতে পড়েন। তারা শাপলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূল ঘটনা। এরপরই তাকে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ শাপলাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টসহ ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। পরদিন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তরুণীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযুক্ত যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছে পুলিশ।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
প্রেমের টানে ভারতে গিয়ে বাংলাদেশি তরুণী বিপাকে
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর