প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। ঠিক এমনই এক প্রেমের ঘটনা আলোড়ন তুলেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এখানে সীমা হায়দারের সঙ্গে পার্থক্য একটাই, তা হলো সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন, কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো তরুণী পড়েছেন বিপাকে। জানা গেছে, প্রেমিকের জন্য জীবনের ওপর নানা ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে ভারতের শিলিগুড়িতে যান ২১ বছর বয়সী শাপলা আক্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন। স্বপ্ন ছিল প্রেমিকের সঙ্গে বিদেশে ঘর করবেন। কিন্তু ভারতে পৌঁছার পর জানতে পারেন প্রেমিকের অন্য উদ্দেশ্য। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী শাপলার। পরে প্রেমিক তাকে শিলিগুড়ির বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ জানায়। যদিও ভারতীয় প্রেমিকের বিষয়ে তেমন কিছুই জানতেন না বাংলাদেশি প্রেমিকা। ভারতে প্রবেশের পর প্রায় আড়াই মাস ভালোই কেটেছে শাপলার। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন, তার প্রেমিক তাকে নেপালে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটা জানতে পেরে তিনি তার হাত থেকে বাঁচতে গোপনে বেরিয়ে পড়েন। এরপর গত বুধবার রাতে তিনি শিলিগুড়ি জংশন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সদস্যদের হাতে পড়েন। তারা শাপলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূল ঘটনা। এরপরই তাকে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ শাপলাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টসহ ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। পরদিন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তরুণীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযুক্ত যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছে পুলিশ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ