প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। ঠিক এমনই এক প্রেমের ঘটনা আলোড়ন তুলেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এখানে সীমা হায়দারের সঙ্গে পার্থক্য একটাই, তা হলো সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন, কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো তরুণী পড়েছেন বিপাকে। জানা গেছে, প্রেমিকের জন্য জীবনের ওপর নানা ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে ভারতের শিলিগুড়িতে যান ২১ বছর বয়সী শাপলা আক্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রায় আড়াই মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন। স্বপ্ন ছিল প্রেমিকের সঙ্গে বিদেশে ঘর করবেন। কিন্তু ভারতে পৌঁছার পর জানতে পারেন প্রেমিকের অন্য উদ্দেশ্য। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী শাপলার। পরে প্রেমিক তাকে শিলিগুড়ির বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ জানায়। যদিও ভারতীয় প্রেমিকের বিষয়ে তেমন কিছুই জানতেন না বাংলাদেশি প্রেমিকা। ভারতে প্রবেশের পর প্রায় আড়াই মাস ভালোই কেটেছে শাপলার। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন, তার প্রেমিক তাকে নেপালে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটা জানতে পেরে তিনি তার হাত থেকে বাঁচতে গোপনে বেরিয়ে পড়েন। এরপর গত বুধবার রাতে তিনি শিলিগুড়ি জংশন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সদস্যদের হাতে পড়েন। তারা শাপলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূল ঘটনা। এরপরই তাকে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ শাপলাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টসহ ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। পরদিন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তরুণীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযুক্ত যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছে পুলিশ।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
প্রেমের টানে ভারতে গিয়ে বাংলাদেশি তরুণী বিপাকে
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর