চাঁদা না দেওয়ায় ২৪টি লেগুনা আটকে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছেন। অভিযুক্তরা হলেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরান ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তারা সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন। জানা যায়, ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের (এম এইচ গেট) সামনে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে লেগুনা আটকানো শুরু করেন ওই হলের নেতা-কর্মীরা। ওই দিন রাত ১০টা পর্যন্ত ৩০টি লেগুনা আটক করেন তারা। পরে ১৯টি লেগুনা ছেড়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাকি ১১টি ঢুকিয়ে আটকে রাখা হয়। এদিকে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতারা আরও ১৩টি লেগুনা আটক করেছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন পুব পাশের রাস্তায় ২৪টি লেগুনা সারিবদ্ধ অবস্থায় রয়েছে। সেগুলো চালকরা নিতে গেলে তাদের ছাত্রলীগ নেতারা বাধা প্রদান করে মালিকপক্ষকে আসতে বলেন। লেগুনাগুলোর চালক ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে আশুলিয়া ও বিরুলিয়া রুটে প্রতিদিন সাতটি ব্যানারে ২ শতাধিক লেগুনা চলাচল করে। মহাসড়কে অনুমতি না থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ইউটার্ন নিতে বাধা যেন না দেওয়া হয় সেজন্য এক বছর ধরে জাবি শাখা ছাত্রলীগ নেতাদের লেগুনাপ্রতি দৈনিক ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসাবে মাসে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দিত মালিকপক্ষ। তবে দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ থাকায় আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চান ছাত্রলীগ নেতারা। এবার লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করেন তারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। তাই লেগুনাগুলো আটকে রাখা হয়েছে। এদিকে লেগুনা আটকানোর কারণ জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতারা বলেন, আশুলিয়াগামী একটি লেগুনা এম এইচ গেট এলাকায় মীর মশাররফ হোসেন হলের ৪৬ ব্যাচের ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারেক ও তানভীর আহত হন। এজন্য আমরা লেগুনাগুলো আটক করেছি। আমাদের দাবি, ফিটনেসবিহীন গাড়ি যেন মহাসড়কে না চলে। এখানে চাঁদা দাবি বা অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে লেগুনার ধাক্কায় নিজেদের শারীরিক কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারেক ও তানভীর। এ বিষয়ে জানতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে একাধিকবার কল করা হলে তারা কেউ রিসিভ করেননি। জানতে চাইলে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীরা লেগুনা আটক করেছে। কেন আটক করেছে এ বিষয়ে আপনি আমার চেয়ে ভালো জানেন।’
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা