চাঁদা না দেওয়ায় ২৪টি লেগুনা আটকে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছেন। অভিযুক্তরা হলেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরান ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তারা সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন। জানা যায়, ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের (এম এইচ গেট) সামনে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে লেগুনা আটকানো শুরু করেন ওই হলের নেতা-কর্মীরা। ওই দিন রাত ১০টা পর্যন্ত ৩০টি লেগুনা আটক করেন তারা। পরে ১৯টি লেগুনা ছেড়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাকি ১১টি ঢুকিয়ে আটকে রাখা হয়। এদিকে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতারা আরও ১৩টি লেগুনা আটক করেছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন পুব পাশের রাস্তায় ২৪টি লেগুনা সারিবদ্ধ অবস্থায় রয়েছে। সেগুলো চালকরা নিতে গেলে তাদের ছাত্রলীগ নেতারা বাধা প্রদান করে মালিকপক্ষকে আসতে বলেন। লেগুনাগুলোর চালক ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে আশুলিয়া ও বিরুলিয়া রুটে প্রতিদিন সাতটি ব্যানারে ২ শতাধিক লেগুনা চলাচল করে। মহাসড়কে অনুমতি না থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ইউটার্ন নিতে বাধা যেন না দেওয়া হয় সেজন্য এক বছর ধরে জাবি শাখা ছাত্রলীগ নেতাদের লেগুনাপ্রতি দৈনিক ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসাবে মাসে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দিত মালিকপক্ষ। তবে দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ থাকায় আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চান ছাত্রলীগ নেতারা। এবার লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করেন তারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। তাই লেগুনাগুলো আটকে রাখা হয়েছে। এদিকে লেগুনা আটকানোর কারণ জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতারা বলেন, আশুলিয়াগামী একটি লেগুনা এম এইচ গেট এলাকায় মীর মশাররফ হোসেন হলের ৪৬ ব্যাচের ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারেক ও তানভীর আহত হন। এজন্য আমরা লেগুনাগুলো আটক করেছি। আমাদের দাবি, ফিটনেসবিহীন গাড়ি যেন মহাসড়কে না চলে। এখানে চাঁদা দাবি বা অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে লেগুনার ধাক্কায় নিজেদের শারীরিক কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারেক ও তানভীর। এ বিষয়ে জানতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে একাধিকবার কল করা হলে তারা কেউ রিসিভ করেননি। জানতে চাইলে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীরা লেগুনা আটক করেছে। কেন আটক করেছে এ বিষয়ে আপনি আমার চেয়ে ভালো জানেন।’
শিরোনাম
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি