চাঁদা না দেওয়ায় ২৪টি লেগুনা আটকে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছেন। অভিযুক্তরা হলেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরান ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তারা সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন। জানা যায়, ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের (এম এইচ গেট) সামনে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে লেগুনা আটকানো শুরু করেন ওই হলের নেতা-কর্মীরা। ওই দিন রাত ১০টা পর্যন্ত ৩০টি লেগুনা আটক করেন তারা। পরে ১৯টি লেগুনা ছেড়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাকি ১১টি ঢুকিয়ে আটকে রাখা হয়। এদিকে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতারা আরও ১৩টি লেগুনা আটক করেছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন পুব পাশের রাস্তায় ২৪টি লেগুনা সারিবদ্ধ অবস্থায় রয়েছে। সেগুলো চালকরা নিতে গেলে তাদের ছাত্রলীগ নেতারা বাধা প্রদান করে মালিকপক্ষকে আসতে বলেন। লেগুনাগুলোর চালক ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে আশুলিয়া ও বিরুলিয়া রুটে প্রতিদিন সাতটি ব্যানারে ২ শতাধিক লেগুনা চলাচল করে। মহাসড়কে অনুমতি না থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ইউটার্ন নিতে বাধা যেন না দেওয়া হয় সেজন্য এক বছর ধরে জাবি শাখা ছাত্রলীগ নেতাদের লেগুনাপ্রতি দৈনিক ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসাবে মাসে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দিত মালিকপক্ষ। তবে দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ থাকায় আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চান ছাত্রলীগ নেতারা। এবার লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করেন তারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। তাই লেগুনাগুলো আটকে রাখা হয়েছে। এদিকে লেগুনা আটকানোর কারণ জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতারা বলেন, আশুলিয়াগামী একটি লেগুনা এম এইচ গেট এলাকায় মীর মশাররফ হোসেন হলের ৪৬ ব্যাচের ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারেক ও তানভীর আহত হন। এজন্য আমরা লেগুনাগুলো আটক করেছি। আমাদের দাবি, ফিটনেসবিহীন গাড়ি যেন মহাসড়কে না চলে। এখানে চাঁদা দাবি বা অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে লেগুনার ধাক্কায় নিজেদের শারীরিক কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারেক ও তানভীর। এ বিষয়ে জানতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে একাধিকবার কল করা হলে তারা কেউ রিসিভ করেননি। জানতে চাইলে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীরা লেগুনা আটক করেছে। কেন আটক করেছে এ বিষয়ে আপনি আমার চেয়ে ভালো জানেন।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ