চাঁদা না দেওয়ায় ২৪টি লেগুনা আটকে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছেন। অভিযুক্তরা হলেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরান ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তারা সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন। জানা যায়, ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের (এম এইচ গেট) সামনে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে লেগুনা আটকানো শুরু করেন ওই হলের নেতা-কর্মীরা। ওই দিন রাত ১০টা পর্যন্ত ৩০টি লেগুনা আটক করেন তারা। পরে ১৯টি লেগুনা ছেড়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাকি ১১টি ঢুকিয়ে আটকে রাখা হয়। এদিকে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতারা আরও ১৩টি লেগুনা আটক করেছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন পুব পাশের রাস্তায় ২৪টি লেগুনা সারিবদ্ধ অবস্থায় রয়েছে। সেগুলো চালকরা নিতে গেলে তাদের ছাত্রলীগ নেতারা বাধা প্রদান করে মালিকপক্ষকে আসতে বলেন। লেগুনাগুলোর চালক ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে আশুলিয়া ও বিরুলিয়া রুটে প্রতিদিন সাতটি ব্যানারে ২ শতাধিক লেগুনা চলাচল করে। মহাসড়কে অনুমতি না থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ইউটার্ন নিতে বাধা যেন না দেওয়া হয় সেজন্য এক বছর ধরে জাবি শাখা ছাত্রলীগ নেতাদের লেগুনাপ্রতি দৈনিক ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসাবে মাসে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দিত মালিকপক্ষ। তবে দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ থাকায় আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চান ছাত্রলীগ নেতারা। এবার লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করেন তারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। তাই লেগুনাগুলো আটকে রাখা হয়েছে। এদিকে লেগুনা আটকানোর কারণ জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতারা বলেন, আশুলিয়াগামী একটি লেগুনা এম এইচ গেট এলাকায় মীর মশাররফ হোসেন হলের ৪৬ ব্যাচের ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারেক ও তানভীর আহত হন। এজন্য আমরা লেগুনাগুলো আটক করেছি। আমাদের দাবি, ফিটনেসবিহীন গাড়ি যেন মহাসড়কে না চলে। এখানে চাঁদা দাবি বা অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে লেগুনার ধাক্কায় নিজেদের শারীরিক কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারেক ও তানভীর। এ বিষয়ে জানতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে একাধিকবার কল করা হলে তারা কেউ রিসিভ করেননি। জানতে চাইলে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীরা লেগুনা আটক করেছে। কেন আটক করেছে এ বিষয়ে আপনি আমার চেয়ে ভালো জানেন।’
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু