চাঁদা না দেওয়ায় ২৪টি লেগুনা আটকে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছেন। অভিযুক্তরা হলেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরান ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তারা সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন। জানা যায়, ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের (এম এইচ গেট) সামনে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে লেগুনা আটকানো শুরু করেন ওই হলের নেতা-কর্মীরা। ওই দিন রাত ১০টা পর্যন্ত ৩০টি লেগুনা আটক করেন তারা। পরে ১৯টি লেগুনা ছেড়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাকি ১১টি ঢুকিয়ে আটকে রাখা হয়। এদিকে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতারা আরও ১৩টি লেগুনা আটক করেছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন পুব পাশের রাস্তায় ২৪টি লেগুনা সারিবদ্ধ অবস্থায় রয়েছে। সেগুলো চালকরা নিতে গেলে তাদের ছাত্রলীগ নেতারা বাধা প্রদান করে মালিকপক্ষকে আসতে বলেন। লেগুনাগুলোর চালক ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে আশুলিয়া ও বিরুলিয়া রুটে প্রতিদিন সাতটি ব্যানারে ২ শতাধিক লেগুনা চলাচল করে। মহাসড়কে অনুমতি না থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ইউটার্ন নিতে বাধা যেন না দেওয়া হয় সেজন্য এক বছর ধরে জাবি শাখা ছাত্রলীগ নেতাদের লেগুনাপ্রতি দৈনিক ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসাবে মাসে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দিত মালিকপক্ষ। তবে দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ থাকায় আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চান ছাত্রলীগ নেতারা। এবার লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করেন তারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। তাই লেগুনাগুলো আটকে রাখা হয়েছে। এদিকে লেগুনা আটকানোর কারণ জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতারা বলেন, আশুলিয়াগামী একটি লেগুনা এম এইচ গেট এলাকায় মীর মশাররফ হোসেন হলের ৪৬ ব্যাচের ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারেক ও তানভীর আহত হন। এজন্য আমরা লেগুনাগুলো আটক করেছি। আমাদের দাবি, ফিটনেসবিহীন গাড়ি যেন মহাসড়কে না চলে। এখানে চাঁদা দাবি বা অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে লেগুনার ধাক্কায় নিজেদের শারীরিক কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারেক ও তানভীর। এ বিষয়ে জানতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে একাধিকবার কল করা হলে তারা কেউ রিসিভ করেননি। জানতে চাইলে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীরা লেগুনা আটক করেছে। কেন আটক করেছে এ বিষয়ে আপনি আমার চেয়ে ভালো জানেন।’
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
চাঁদা না দেওয়ায় লেগুনা আটকের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
জাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর