রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার আসামি একই বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ড. মিয়া মহিউদ্দিনকে গতকাল ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী জেলখানায় দুই আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদন্ড কার্যকর হয়। স্বজনরা জানান, মিয়া মহিউদ্দিনকে গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাড়িসংলগ্ন মাঠে তার জানাজা হয়। মহিউদ্দিনের ছোট ভাই আরজু মিয়া গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা লিখতে লিখতেই আমার ভাইকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়েছে। গতকাল সকাল ৬টার দিকে মহিউদ্দিনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। লাশ আনতে বৃহস্পতিবার রাজশাহী যান তার ছোট ভাই আরজু মিয়া। তবে লাশের সঙ্গে গ্রামের বাড়িতে আসেননি মহিউদ্দিনের স্ত্রী ও সন্তানরা। মহিউদ্দিন এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তারা রাজশাহীতে থাকেন। তারা কারাগার থেকে লাশ গ্রহণ করতেও যাননি। এমনকি ২৫ জুলাই স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাতের দিনেও তারা যাননি। আরজু মিয়া জানান, মহিউদ্দিনের স্ত্রী ও সন্তানরা খুবই মানসিকভাবে বিপর্যস্ত, তাদের আসার মতো অবস্থা নেই। মেয়েটা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। বৃদ্ধ মা সেতারা বেগম (৮২) জানেন না, তার ছেলের ফাঁসি হয়েছে। মহিউদ্দিনের মৃত্যুর খবর লাশ বাড়িতে আনার পর তাকে জানানো হয়। লাশ দেখানো হয়। তারপর থেকে তিনি নির্বাক হয়ে পড়ে আছেন। জাহাঙ্গীরকে রাজশাহীর খোঁজাপুরে দাফন : রাবি অধ্যাপক ড. তাহের হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজশাহী কারাগার থেকে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা জানান, জাহাঙ্গীরকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থানে গতকাল সকাল ৬টায় দাফন করা হয়।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
অধ্যাপক তাহের হত্যা
মহিউদ্দিনকে দাফন ফরিদপুরে
লাশ নিতে যাননি স্ত্রী-সন্তানরা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর