রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার আসামি একই বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ড. মিয়া মহিউদ্দিনকে গতকাল ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী জেলখানায় দুই আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদন্ড কার্যকর হয়। স্বজনরা জানান, মিয়া মহিউদ্দিনকে গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাড়িসংলগ্ন মাঠে তার জানাজা হয়। মহিউদ্দিনের ছোট ভাই আরজু মিয়া গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা লিখতে লিখতেই আমার ভাইকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়েছে। গতকাল সকাল ৬টার দিকে মহিউদ্দিনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। লাশ আনতে বৃহস্পতিবার রাজশাহী যান তার ছোট ভাই আরজু মিয়া। তবে লাশের সঙ্গে গ্রামের বাড়িতে আসেননি মহিউদ্দিনের স্ত্রী ও সন্তানরা। মহিউদ্দিন এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তারা রাজশাহীতে থাকেন। তারা কারাগার থেকে লাশ গ্রহণ করতেও যাননি। এমনকি ২৫ জুলাই স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাতের দিনেও তারা যাননি। আরজু মিয়া জানান, মহিউদ্দিনের স্ত্রী ও সন্তানরা খুবই মানসিকভাবে বিপর্যস্ত, তাদের আসার মতো অবস্থা নেই। মেয়েটা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। বৃদ্ধ মা সেতারা বেগম (৮২) জানেন না, তার ছেলের ফাঁসি হয়েছে। মহিউদ্দিনের মৃত্যুর খবর লাশ বাড়িতে আনার পর তাকে জানানো হয়। লাশ দেখানো হয়। তারপর থেকে তিনি নির্বাক হয়ে পড়ে আছেন। জাহাঙ্গীরকে রাজশাহীর খোঁজাপুরে দাফন : রাবি অধ্যাপক ড. তাহের হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজশাহী কারাগার থেকে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা জানান, জাহাঙ্গীরকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থানে গতকাল সকাল ৬টায় দাফন করা হয়।
শিরোনাম
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে