রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার আসামি একই বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ড. মিয়া মহিউদ্দিনকে গতকাল ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী জেলখানায় দুই আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদন্ড কার্যকর হয়। স্বজনরা জানান, মিয়া মহিউদ্দিনকে গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাড়িসংলগ্ন মাঠে তার জানাজা হয়। মহিউদ্দিনের ছোট ভাই আরজু মিয়া গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা লিখতে লিখতেই আমার ভাইকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়েছে। গতকাল সকাল ৬টার দিকে মহিউদ্দিনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। লাশ আনতে বৃহস্পতিবার রাজশাহী যান তার ছোট ভাই আরজু মিয়া। তবে লাশের সঙ্গে গ্রামের বাড়িতে আসেননি মহিউদ্দিনের স্ত্রী ও সন্তানরা। মহিউদ্দিন এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তারা রাজশাহীতে থাকেন। তারা কারাগার থেকে লাশ গ্রহণ করতেও যাননি। এমনকি ২৫ জুলাই স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাতের দিনেও তারা যাননি। আরজু মিয়া জানান, মহিউদ্দিনের স্ত্রী ও সন্তানরা খুবই মানসিকভাবে বিপর্যস্ত, তাদের আসার মতো অবস্থা নেই। মেয়েটা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। বৃদ্ধ মা সেতারা বেগম (৮২) জানেন না, তার ছেলের ফাঁসি হয়েছে। মহিউদ্দিনের মৃত্যুর খবর লাশ বাড়িতে আনার পর তাকে জানানো হয়। লাশ দেখানো হয়। তারপর থেকে তিনি নির্বাক হয়ে পড়ে আছেন। জাহাঙ্গীরকে রাজশাহীর খোঁজাপুরে দাফন : রাবি অধ্যাপক ড. তাহের হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজশাহী কারাগার থেকে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা জানান, জাহাঙ্গীরকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থানে গতকাল সকাল ৬টায় দাফন করা হয়।
শিরোনাম
- আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৪০
- লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা
- ১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুরাইয়ামা
- যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প
- পাকিস্তান হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
- রাজধানীতে বিএনপির ব্যতিক্রমী মিছিল
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- ধানমন্ডি আইডিয়ালে জিপিএ-৫ কমেছে, পাসের হারও নিম্নগামী
- মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে অভিনব জালিয়াতি
- মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ৭টি প্রাকৃতিক টনিক
- এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল
- বসুন্ধরা সিটিতে ইয়োসো বাংলাদেশের ষষ্ঠ আউটলেটের বর্ণিল উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
- দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে: এম. এ. মতিন
- শিয়ালবাড়ির সেই গুদামে প্রাণঘাতী মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস
অধ্যাপক তাহের হত্যা
মহিউদ্দিনকে দাফন ফরিদপুরে
লাশ নিতে যাননি স্ত্রী-সন্তানরা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর