নানা অপকর্মে মানুষের নৈতিক অবক্ষয়ের দিক তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঞ্চস্থ হয়েছে নাটক ‘ক্ষয়’। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমকাল নাট্যচক্রের আয়োজনে এ নাটক মঞ্চায়িত হয়। মানুষের অপকর্ম কীভাবে শয়তানকেও ছাড়িয়ে গেছে নাটকের বিভিন্ন দৃশ্যপটে সেই চিত্র উঠে এসেছে। নাটকের প্রারম্ভে দেখা গেছে, মানুষকে পথভ্রষ্ট করতে শয়তানে ইব্রুকে কুশিক্ষা, শয়তানে চেরাসকে নেশা ও শয়তানে গিলগিকে যুদ্ধবিগ্রহ সৃষ্টি করতে পৃথিবীতে পাঠান শয়তানে রাজ। কিন্তু শয়তানের শিষ্যরা এসে দেখে মানুষের নৈতিক অবক্ষয় শয়তানকে ছাড়িয়ে গেছে। তাই তারা ফিরে গিয়ে শয়তানে রাজকে মানুষের নৈতিক অবক্ষয় সম্পর্কে বর্ণনা দেয়। শয়তান চেরাস বর্ণনায় দেখা যায়, মানুষকে আমরা বিড়ি কিংবা গাঁজা দিয়ে পথভ্রষ্ট করতে চাচ্ছি, অথচ তারা হেরোইনে আসক্ত। যা খেয়ে আমি নিজেই মাতাল হয়েছি। গিলগি জানায়, মানুষে মানুষে যত দ্বন্দ্ব-সংঘাত, প্রতারণা ও চাতুরী, সেখানে শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। তখন ইব্রু বলে ওঠে, মানুষের কাছেই বরং শয়তানের শিক্ষা নেওয়া দরকার। কারণ তাদের থেকে শয়তান একশ বছর পিছিয়ে। তখন শয়তান রাজ হুংকার দেয় বং মানুষের অবক্ষয় স্বচক্ষে দেখতে পৃথিবীতে আসে। তখন শয়তান রাজ দেখেন, যুদ্ধবিগ্রহে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো বিশ্ব। চারদিকে হাহাকার, পুড়ছে মানবতা। শয়তানে রাজ দেখেন, পুলিশ জনগণকে জিম্মি করে অর্থ-সম্পদ আত্মসাৎ করছে, অভিযুক্ত স্বামীকে না পেয়ে স্ত্রীকে তুলে নিয়ে নির্যাতন করছে। শয়তান রাজ আরও দেখেন, যৌতুকের জন্য স্বামীর নিগ্রহের শিকার এক নারীর জীবন। যাকে শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করে স্বামী। এমনকি ভিক্ষুকের টাকা আত্মসাৎ করার চিত্র শয়তানে রাজকে বিস্মিত করে। যেখানে ভিক্ষুক দিনের সব উপার্জন গ্রামের এক মন্ডলের কাছে জমা রাখেন, কিন্তু চাতুরী করে সেই টাকা আত্মসাৎ করে মন্ডল। এসব দৃশ্য দেখে শয়তানের শিষ্যরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংশয় প্রকাশ করলে শয়তান রাজ দিব্য দর্শন করে শিষ্যদের আশ্বস্ত করে বলেন, মানুষ চরম নৈতিক অবক্ষয়ের মাধ্যমে নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করবে এবং নিজেরাই ধ্বংস হবে। কিন্তু আমরা সেটা করছি না। ফলে শয়তান টিকে থাকবে। নাটকটি রচনা করেন নাট্যকার ও নাট্য গবেষক টিটো রেদোয়ান। এতে অভিনয় করেন সমকাল নাট্যকর্মী ইমন, রিন্টু, হাদী, প্রবীর, জনি, সোলাইমান, জাহিদ, সালভী, ফেরদৌস, বাপন, জাহিদ, আফসারা, আশিক ও শিউলি। সমকাল নাট্যচক্রের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পথনাট্যোৎসব পর্বে এ নাটক মঞ্চস্থ হয়।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
রাবির মঞ্চে ক্ষয়
রাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর