পয়লা ডিসেম্বর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন যাবে ঢাকায়। কক্সবাজার থেকে প্রথম ট্রেনে যেতে টিকিট নেওয়া যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। বেলা ১১টার মধ্যেই শেষ হয়ে যায় ১, ২ ও ৩ ডিসেম্বরের কক্সবাজার থেকে প্রথম যাত্রীবাহী আন্তনগর ট্রেনের টিকিট। তিন দিনের টিকিট বিক্রি শুরুর তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। পরের দিন ৪ ডিসেম্বরের টিকিট বিক্রিও শেষ হয়। কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল জানান, কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে তিনি প্রথম টিকিট নিয়েছেন। তিনি তিনটি টিকিট নিয়েছেন। এখন অধীর আগ্রহে আছেন কখন ট্রেনে চড়ে ঢাকায় যাবেন। এটা কক্সবাজারবাসীর অনেক দিনের স্বপ্ন ছিল, যা দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়বে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। পথিমধ্যে চট্রগ্রাম রেল স্টেশনে ২০ মিনিট ও ঢাকা বিমানন্দর স্টেশনে ৫ মিনিটের যাত্রাবিরতি দেবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১-৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও রেলস্টেশনে বিক্রি শুরু হয়। সারা দেশের ৯০ শতাংশের বেশি মানুষ অনলাইনে ট্রেনের টিকিট কিনেছেন। ৩ ঘণ্টায় তিন দিনের সব টিকিট বিক্রি হয়। পরে ৪ তারিখের টিকিটও বিক্রি হয়ে যায়। ৫ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির কারণে কক্সবাজার থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওইদিন ঢাকা থেকে একটি ট্রেন আসবে। ৬ ডিসেম্বরের টিকিট ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে পাওয়া তথ্যানুযায়ী, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ননস্টপ হওয়ায় সাধারণ আন্তনগর ট্রেনের চেয়ে ভাড়া বেশি ধরা হয়েছে। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারে ভাড়া ধরা হয়েছে ৬৯৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণির ভাড়া ধরা হয়েছে ১৩২৫ টাকা। কক্সবাজার থেকে চট্টগ্রামে শোভন চেয়ারে ভাড়া ধরা হয়েছে ২৫০ টাকা ও স্নিগ্ধা শ্রেণির ভাড়া ধরা হয়েছে ৪৭০ টাকা। শুরুতে কেবিন ও এসি বার্থের সুবিধা থাকছে না। পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে সমন্বয় করে টিকিটের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিরোনাম
- পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা
- উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, বলল ভারত
- শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
- ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত, দাবি পিটিআই’র
- তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
- এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির
- রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি!
- বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
- পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত : ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার
- পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন শেহবাজ শরিফ
- ভারতের পাঁচ বিমানঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের
- সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না: আইন উপদেষ্টা
- সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল
- পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু
- ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিল পাকিস্তান
- পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
- সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের জন্য যাত্রীদের অধীর অপেক্ষা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর