গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কাঠমিস্ত্রি রবিউল ইসলামের স্ত্রী লাভলি সরকার (৪৫)। ফাঁস নেওয়ার আগে তার মৃত্যুর জন্য দায়ীদের নাম লিখে রাখেন বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত। লাভলির স্বজনদের দাবি, সুদের টাকা দিতে না পারায় সুদখোরদের হুমকি-ধমকি, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লাভলি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে বলেন, গতকাল সকাল ৯টা ৫ মিনিটে লাভলি সরকারকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি। হাসপাতালের মর্গে থাকা লাভলি সরকারের লাশের বাম হাতে কলম দিয়ে লেখা তিনজন মহিলার নাম রয়েছে। যাদের তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেছেন। ওই তিনজন মহিলা হলেন বালিয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পারুল, শুকুর আলী স্ত্রী ববিতা ও নূর আলীর স্ত্রী রুমা। লাভলি সরকারের ছেলে নিষাদ আলম বলেন, পারুলের কাছ থেকে তার মা ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিষাদ দাবি করেন, সব টাকা পরিশোধের পরও পারুল দেড় লাখ টাকা দাবি করছেন। ববিতার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। তিনি আরও ৫০ হাজার টাকা দাবি করেন। রুমার কাছ থেকে কোনো টাকা না নিলেও তিনি ৪০ হাজার টাকা নিয়েছেন বলে প্রচার করে বেড়াচ্ছেন। ‘সুদখোরদের’ চাপে একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ওই তিনজন তাদের ঘরে তালা লাগিয়ে দেয়। বাড়িতে ভাঙচুর করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা বাড়িতে ফিরে এলে আগের মতোই হুমকি-ধামকি দিতে থাকে। এসব সহ্য করতে না পেরে তার মা গতকাল সকালে ঘরের আড়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে। লাভলি সরকারের স্বজনদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
মৃত্যুর আগে নাম লিখে গেলেন
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর