গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কাঠমিস্ত্রি রবিউল ইসলামের স্ত্রী লাভলি সরকার (৪৫)। ফাঁস নেওয়ার আগে তার মৃত্যুর জন্য দায়ীদের নাম লিখে রাখেন বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত। লাভলির স্বজনদের দাবি, সুদের টাকা দিতে না পারায় সুদখোরদের হুমকি-ধমকি, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লাভলি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে বলেন, গতকাল সকাল ৯টা ৫ মিনিটে লাভলি সরকারকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি। হাসপাতালের মর্গে থাকা লাভলি সরকারের লাশের বাম হাতে কলম দিয়ে লেখা তিনজন মহিলার নাম রয়েছে। যাদের তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেছেন। ওই তিনজন মহিলা হলেন বালিয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পারুল, শুকুর আলী স্ত্রী ববিতা ও নূর আলীর স্ত্রী রুমা। লাভলি সরকারের ছেলে নিষাদ আলম বলেন, পারুলের কাছ থেকে তার মা ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিষাদ দাবি করেন, সব টাকা পরিশোধের পরও পারুল দেড় লাখ টাকা দাবি করছেন। ববিতার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। তিনি আরও ৫০ হাজার টাকা দাবি করেন। রুমার কাছ থেকে কোনো টাকা না নিলেও তিনি ৪০ হাজার টাকা নিয়েছেন বলে প্রচার করে বেড়াচ্ছেন। ‘সুদখোরদের’ চাপে একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ওই তিনজন তাদের ঘরে তালা লাগিয়ে দেয়। বাড়িতে ভাঙচুর করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা বাড়িতে ফিরে এলে আগের মতোই হুমকি-ধামকি দিতে থাকে। এসব সহ্য করতে না পেরে তার মা গতকাল সকালে ঘরের আড়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে। লাভলি সরকারের স্বজনদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মৃত্যুর আগে নাম লিখে গেলেন
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর