গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কাঠমিস্ত্রি রবিউল ইসলামের স্ত্রী লাভলি সরকার (৪৫)। ফাঁস নেওয়ার আগে তার মৃত্যুর জন্য দায়ীদের নাম লিখে রাখেন বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত। লাভলির স্বজনদের দাবি, সুদের টাকা দিতে না পারায় সুদখোরদের হুমকি-ধমকি, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লাভলি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে বলেন, গতকাল সকাল ৯টা ৫ মিনিটে লাভলি সরকারকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি। হাসপাতালের মর্গে থাকা লাভলি সরকারের লাশের বাম হাতে কলম দিয়ে লেখা তিনজন মহিলার নাম রয়েছে। যাদের তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেছেন। ওই তিনজন মহিলা হলেন বালিয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পারুল, শুকুর আলী স্ত্রী ববিতা ও নূর আলীর স্ত্রী রুমা। লাভলি সরকারের ছেলে নিষাদ আলম বলেন, পারুলের কাছ থেকে তার মা ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিষাদ দাবি করেন, সব টাকা পরিশোধের পরও পারুল দেড় লাখ টাকা দাবি করছেন। ববিতার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। তিনি আরও ৫০ হাজার টাকা দাবি করেন। রুমার কাছ থেকে কোনো টাকা না নিলেও তিনি ৪০ হাজার টাকা নিয়েছেন বলে প্রচার করে বেড়াচ্ছেন। ‘সুদখোরদের’ চাপে একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ওই তিনজন তাদের ঘরে তালা লাগিয়ে দেয়। বাড়িতে ভাঙচুর করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা বাড়িতে ফিরে এলে আগের মতোই হুমকি-ধামকি দিতে থাকে। এসব সহ্য করতে না পেরে তার মা গতকাল সকালে ঘরের আড়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে। লাভলি সরকারের স্বজনদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- জুয়ার জালে জড়িয়ে পড়লেন শত শত তুর্কি ফুটবলার, নিষিদ্ধ ১০২৪ জন
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন
- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- রংপুরে ঋতু বৈচিত্র্যে খেয়ালি প্রকৃতি
- যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
- ভূজপুর থানার এসআই অপসারণে আল্টিমেটাম
- প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি লাগবে
- আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে মামুনকে খুন, মূল পরিকল্পনাকারী রনি
- রাজশাহীতে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপিত
- বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
- নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার : রিজভী
- জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কি সামরিক বিমানের সব আরোহী নিহত