খুলনায় ধর্ষণের শিকার নারীকে হাসপাতালের সামনে থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে ওই নারীর স্বজন ও মানবাধিকার কর্মীদের ওপর হামলা চালিয়ে তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। এ সময় ঘটনাস্থল থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী তৌহিদ আহমেদকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। আটক গাজী তৌহিদ আহমেদ ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই। এর আগে শনিবার রাতে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে খুলনা মেডিকেলের ওসিসিতে ভর্তি হন ওই নারী। নারীর স্বজনরা জানান, রবিবার বিকালে তাকে (নারী) হঠাৎ করেই ওসিসি থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় ওসিসির ফটকের বাইরে ভিকটিমের সঙ্গে মানবাধিকার কর্মীরা কথা বলছিলেন। সেখানে বহিরাগত কয়েকজন এসে জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। মানবাধিকার কর্মীরা জানান, বিয়ের প্রলোভন দিয়ে ওই উপজেলা চেয়ারম্যান দীর্ঘদিন ধরে মেয়েটির সঙ্গে শারীরিক মেলামেশা করছেন। সর্বশেষ শনিবার ব্যক্তিগত অফিস কক্ষে ডেকে নিয়ে তাকে আবারও ধর্ষণ করেন চেয়ারম্যান। এ সময় তাকে বিয়ের কথা বললে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরে রাত সোয়া ১১টার দিকে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের মোবাইল ফোনে যোগাযোগে অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা