সম্পূর্ণ বিনা খরচে কাজ নিয়ে চতুর্থ ব্যাচে মালয়েশিয়া যাচ্ছেন ৬৯ জন কর্মী। আজ সকাল ৮টায় তারা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব কর্মীর পাসপোর্ট, ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেওয়ার সময় এসব তথ্য জানান বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এমডি ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। সচিব মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। এটা জিরো কস্ট মাইগ্রেশন। তাই সরকার নির্ধারিত ফি’র বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না। কেউ অতিরিক্ত অর্থ নিয়ে থাকলে তাদেরও বিষয়ে অভিযোগ দেওয়ার আহ্বান জানান সচিব। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে, সে বিষয়ে আমাদের জানান। আমরা অবশ্যই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। স্বাগত বক্তব্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন বলেন, আপনারা যারা বিনা পয়সায় যাচ্ছেন কোম্পানির নিয়ম-কানুন মেনে চলবেন। বৈধপথে দেশে অর্থ পাঠাবেন। এই কর্মসূচিতে কোনো কর্মীর একটি পয়সাও খরচ হচ্ছে না। আগামী শুক্রবার আরও ৫০ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার নিয়োগ কর্তা সব খরচ বহন করছেন। বিনা খরচে কর্মী যাওয়ার যে প্রচার-প্রচারণা হয় সেটা আমরা মালয়েশিয়ায় নিয়োগ কর্তাকে দেই, তারা উৎসাহ পান। আমাদের সহকর্মীরা মোটিভেড হয়। এই উদ্যোগটি আস্তে আস্তে আমাদের সকল পর্যায়ে যেন ছড়িয়ে পড়ে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ৬৯ কর্মী
♦ আগামী শুক্রবার যাবেন আরও ৫০ জন ♦ বৈধ পথে অর্থ পাঠানোর পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর