স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা পরিচালক, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেছেন, প্রধানত পাঁচটি উৎস বাংলাদেশে বায়ুদূষণে বেশ সক্রিয়। এক সময় এর প্রধানতম উৎস ছিল ইটের ভাটা। আজ থেকে ১০-১২ বছর আগে ইটের ভাটা প্রায় ৫৮ ভাগ বায়ুদূষণ করত। সে হিসেবে সময়ের সঙ্গে ইটের ভাটা থেকে বায়ুদূষণের পরিমাণ কমেনি। একই রকম আছে। কিন্তু অন্য যে উৎসগুলো ছিল সেগুলো থেকে বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে ইটের ভাটায় যে দূষণ হওয়ার কথা তা কম মনে হচ্ছে। যদি অন্য উৎসগুলোর কথা বলি, যে নির্মাণকাজ হয় সেখানে সংশ্লিষ্ট নির্মাণবিধি মেনে কাজ না করার কারণে যে বায়ুদূষণ হচ্ছে তা ইদানীং বেশি হচ্ছে। তিনি বলেন, নির্মাণকাজ থেকে ৩০ শতাংশের মতো বায়ুদূষণ হচ্ছে। আর ইটভাটা ও অন্য শিল্প-কারখানা থেকে প্রায় ২৯ ভাগ বায়ুদূষণ হয়ে থাকে। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়ি থেকে প্রায় ১৫ ভাগ বায়ুদূষণ হয়ে থাকে। আর ট্রান্সবাউন্ডারি সোর্স থেকে প্রায় ৯ থেকে ১০ ভাগ বায়ুদূষণ হচ্ছে। গৃহস্থালির রান্নার জন্য প্রায় ৯ ভাগ বায়ুদূষণ হয়। অবর্জ্য পোড়ানোর কারণে প্রায় ৮ শতাংশ বায়ুদূষণ হয়ে থাকে। এ উৎসগুলো সারা বছরই কমবেশি সক্রিয় থাকে। শুষ্ক মৌসুম আসতেই তাপমাত্রাসহ বিভিন্ন কারণে বায়ুদূষণ বেশি অনুভূত হয়। তবে বর্ষার সময় বৃষ্টির প্রভাবে বায়ুদূষণ কিছুটা কম অনুভূত হয়। ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, সারা দেশের কথা যদি চিন্তা করি তাহলে বায়ুদূষণের জাতীয় যে মানমাত্রা রয়েছে সেটি হলো- বছরে প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রাম পর্যন্ত, এটি আমাদের অনুমোদিত মানমাত্রা। কিন্তু আমরা লক্ষ্য করি যে, আমাদের এখানে বছরে ৮০ মাইক্রোগ্রামের মতো বায়ুদূষণ হয়ে থাকে। সে হিসেবে বলা যায় যে, প্রায় আড়াই গুণ বেশি বায়ুদূষণ থাকে। যদিও ডব্লিউএইচওর মানমাত্রা ১০ মাইক্রোগ্রাম। অর্থাৎ ডব্লিউএইচওর মানমাত্রা থেকে প্রায় আট গুণ বেশি বায়ুদূষণ থাকে। শুষ্ক মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত কম থাকে এবং এই পাঁচ মাসে সারা বছরের ৬০ ভাগ বায়ুদূষণ হয়ে থাকে। বাকি সাত মাসে সারা বছরের ৪০ ভাগ বায়ুদূষণ হয়ে থাকে। এজন্য বলা হয় যে, শুষ্ক মৌসুমে যদি আমরা বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মানুষকে বায়ুদূষণ থেকে বাঁচানো যাবে। তিনি বলেন, আমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন ও মেট্রোলজিক্যাল কন্ডিশন, সেখানে বছরে সাত মাসই বৃষ্টিপাতের কারণে বায়ুদূষণের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। বাকি চার মাসের জন্য আমরা বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের ফিটনেসবিহীন গাড়ি চলার কোনো প্রয়োজন নেই। যদি ফিটনেস আছে এমন গাড়ি রাখি এবং ভালোমানের গণপরিবহন চালু করতে পারি, এ ক্ষেত্রে যে ১৫ ভাগ বায়ুদূষণ হয় সেটি অনেক কমে আসবে। মেট্রোরেল চালু হওয়ার পর আমাদের প্রায় ৫ থেকে ৬ শতাংশ বায়ুদূষণ কমে এসেছে। একটি রুটে যানবাহন চলাচল কমে আসায় এই ফল। অন্য রুটগুলোতে মেট্রো চালু হলে বায়ুদূষণ আরও কমে আসবে। এ ছাড়া নির্মাণবিধি মেনে যদি আমরা নির্মাণকাজ করতে পারি, যেমন- রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে না রাখি এবং ঢেকে নির্মাণসামগ্রী পরিবহন করি, তাহলেও বায়ুদূষণ কমাতে পারব। এ ছাড়া ইটের ভাটা ও ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া যে কারখানাগুলো আছে সেগুলোর ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। শিল্প-কারখানায় বায়ুদূষণ নিরোধক যন্ত্র বসাতে হবে। আর ইটের ভাটায় পোড়ানো ইটের বদলে ব্লক ইট ব্যবহার করতে হবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
পাঁচটি উৎস বেশ সক্রিয়
ড. আহমদ কামরুজ্জামান মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর