রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হাতিরঝিল থেকে ফের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থেকে ফের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা পৌনে ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মো. রবিন (২৮) নামের যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঠিক ছয় দিন আগে অর্থাৎ গত ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ফয়েজ কাদের চৌধুরী নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, শুরুতে নিহত ব্যক্তি অজ্ঞাত পরিচয়ের হলেও পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেন। সে অনুযায়ী দেখা যায়, তার নাম রবিন। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বদরপুরে। বাবা মৃত আবদুস সাত্তার। তবে তার মা এবং ছোট ভাই চট্টগ্রামের খুলশীতে বসবাস করেন দীর্ঘদিন ধরে। খুলশী থানায় রবিনের নামে একটি ডাকাতির চেষ্টা এবং একটি চুরির মামলা রয়েছে। জানা গেছে, গুলশান-১ নম্বরের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কাছে লেকে লাশটি ভাসতে দেখা যায়। পরে পথচারীরা জাতীয় হেল্প লাইন নম্বর ৯৯৯-এ ফোন করলে বাড্ডা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মাত্র ছয় দিন আগে বাড্ডা থানার এক যুবক পাভেলের লাশ উদ্ধার হয় পল্লবীতে। পল্লবীতে ডেকে নিয়ে গিয়ে পাভেলকে হত্যা করে দুর্বৃত্তরা। তদন্ত সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে আটজনকে গ্রেফতার করেছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত খায়রুল ইসলাম নামের একজন স্থানীয় এক রাজনৈতিক প্রভাবশালীর ডান হাত হিসেবে এলাকায় পরিচিত। খায়রুলের মাধ্যমেই তিনি এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করছেন। পাভেল হত্যাকান্ডের সঙ্গে রবিনের মৃত্যুরও সম্পর্ক থাকতে পারে, এমনটাও ধারণা করছেন স্থানীয়রা।

গতকালের লাশ উদ্ধারের বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পরে জানা যাবে। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি রবিন মানসিক বিকারগ্রস্ত ছিল। দ্বিতীয় রমজানে সে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসে।

সর্বশেষ খবর