বগুড়ায় এক পরিবারের তিনজনই জনপ্রতিনিধি। ছেলে এমপি, বাবা উপজেলা চেয়ারম্যান ও মা জেলা পরিষদ সদস্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আদমদীঘি উপজেলায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর সহধর্মিণী আদমদীঘি আইপিজি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়াামী লীগের সভাপতি। জানা গেছে, সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক রাসেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২২৮ ভোট। আদমদীঘিতে একই পরিবারের তিন সদস্য এভাবে গুরুত্বপূর্ণ পদ দখল করায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা এ পরিবারকে ‘ক্ষমতাধর পরিবার’ নাম দিয়েছেন। সিরাজুল ইসলাম খান রাজু স্বাধীনতা-পরবর্তীতে তৎকালীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতা ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব প্রয়াত এ বি এম শাহজাহানের হাত ধরে জাসদে যোগ দেন। পরে তিনি এ বি এম শাহজাহানের নেতৃত্বে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির আদমদীঘি উপজেলা সাধারণ সম্পাদক হন। এরপর রাজু ২০০৮ সালে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ২০১২ সালে দলটির আদমদীঘি উপজেলা সাধারণ সম্পাদক হন। ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচন বিএনপিসহ বিরোধী দল বর্জন করায় সিরাজুল ইসলাম খান রাজুর স্ত্রী মঞ্জু আরা বেগম মহিলা সদস্য পদে নির্বাচিত হন। একইভাবে বিএনপি ও জামায়াত ২০১৯ সালে উপজেলা নির্বাচন বর্জন করলে সিরাজুল ইসলাম খান রাজু আবারও চেয়ারম্যান হন। ২০২০ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এবং সেই কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক হন তাঁরই ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। তিনি এ বছর স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
বগুড়ায় এক পরিবারের তিনজনই জনপ্রতিনিধি
এমপির বাবা উপজেলা চেয়ারম্যান মা জেলা পরিষদ সদস্য
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর