বগুড়ায় এক পরিবারের তিনজনই জনপ্রতিনিধি। ছেলে এমপি, বাবা উপজেলা চেয়ারম্যান ও মা জেলা পরিষদ সদস্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আদমদীঘি উপজেলায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর সহধর্মিণী আদমদীঘি আইপিজি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়াামী লীগের সভাপতি। জানা গেছে, সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক রাসেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২২৮ ভোট। আদমদীঘিতে একই পরিবারের তিন সদস্য এভাবে গুরুত্বপূর্ণ পদ দখল করায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা এ পরিবারকে ‘ক্ষমতাধর পরিবার’ নাম দিয়েছেন। সিরাজুল ইসলাম খান রাজু স্বাধীনতা-পরবর্তীতে তৎকালীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতা ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব প্রয়াত এ বি এম শাহজাহানের হাত ধরে জাসদে যোগ দেন। পরে তিনি এ বি এম শাহজাহানের নেতৃত্বে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির আদমদীঘি উপজেলা সাধারণ সম্পাদক হন। এরপর রাজু ২০০৮ সালে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ২০১২ সালে দলটির আদমদীঘি উপজেলা সাধারণ সম্পাদক হন। ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচন বিএনপিসহ বিরোধী দল বর্জন করায় সিরাজুল ইসলাম খান রাজুর স্ত্রী মঞ্জু আরা বেগম মহিলা সদস্য পদে নির্বাচিত হন। একইভাবে বিএনপি ও জামায়াত ২০১৯ সালে উপজেলা নির্বাচন বর্জন করলে সিরাজুল ইসলাম খান রাজু আবারও চেয়ারম্যান হন। ২০২০ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এবং সেই কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক হন তাঁরই ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। তিনি এ বছর স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
শিরোনাম
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
- জামিন পেলেন হিরো আলম
- শাহরুখের নামে দুবাইয়ে পাঁচতারা হোটেল
- ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটক, থানায় সোপর্দ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
বগুড়ায় এক পরিবারের তিনজনই জনপ্রতিনিধি
এমপির বাবা উপজেলা চেয়ারম্যান মা জেলা পরিষদ সদস্য
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর