ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
দুপুরে দেখা যায়, ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শহীদ মিনারের এ কর্মসূচিতে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। পাশাপাশি ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখার নেতা-কর্মীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির উদ্দিন, ইজ্জাজুল কবির, মঞ্জুরুল রিয়াদ, রিয়াদ রহমান, এইচ এম আবু জাফর, শাকির আহমেদ, সোহেল রানা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান, সদস্যসচিব আল-আমিন হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক রাসেল বাবু এবং ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জুয়েল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শহীদ মিনারে অবস্থানকালে সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির সমর্থনে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। বিগত সময়ের মতোই তাদের সঙ্গে আমরা রয়েছি। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যে কোনো কর্মসূচিতে কয়েক দিন আগেও বিপুলসংখ্যক পুলিশ সদস্যের অবস্থান দেখা গেলেও গতকাল শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের একেবারেই দেখা যায়নি। শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা, কবিতা আবৃত্তি ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়।