রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের রাস্তায় রবিবার সকালে কে বা কারা একটি ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে রেখে যায়। মালিকবিহীন ২ কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল গাড়িটি পড়েছিল। দিনভর গাড়িটির মালিকের কোনো খোঁজ ছিল না। পরে রাতে গাড়িটি র্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এর নম্বর-ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬। মালিকহীন গাড়িটি দীর্ঘসময় একই স্থানে থাকায় কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে। শুরু থেকে গাড়িটি কার এবং কোথা থেকে এলো এ নিয়ে প্রশ্ন আসতে শুরু করে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে গাড়িটি ওখানেই পড়ে থাকে। দীর্ঘক্ষণ দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। এর পর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভিতর। গতকাল বিআরটিএ সূত্র জানায়, গাড়িটি কেনা হয়েছিল ২০২২ সালের ৩১ জুলাই। কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের ২৮ জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয় ২০২২ সালের ৩ আগস্ট। যার মেয়াদ গত ৩০ জুলাই শেষ হয়েছে। ট্রাস্টি সার্টিফিকেট ২০২৩ সালের ৩ আগস্ট। সেটিরও মেয়াদ গত ৩ আগস্ট শেষ হয়েছে। গাড়িটি ম্যানুফেকচার করার সময় ২০২২। গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান এবং তার বাবা মৃত আশরাফ আলী খান দেওয়া হয়েছে। আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে। এ ছাড়া গাড়ি কেনার জন্য করের টিন নম্বরের জায়গায় ৫১১১১১২৫৫০৫৬ নম্বর দেওয়া হয়েছে। মালিকের মোবাইল ফোন নম্বর হিসেবে দেওয়া হয়েছে ০১৭১১-৫৪১৫৬৯। আর এই নম্বরটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মী পালাতে শুরু করেন। গা-ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও।