পাঠাও, গোকাডা, জোবাইকের প্রতিষ্ঠাতা বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা ও কম্পিউটার প্রোগ্রামার ফাহিম সালেহকে নৃশংসভাবে খুনের দায়ে তারই প্রতিষ্ঠানের কর্মচারী (এক্সিকিউটিভ সেক্রেটারি) টাইরেস হাসপিল (২৫)-কে প্যারোলে মুক্তিহীন ৪০ বছরের কারাদন্ড দিয়েছেন ম্যানহাটনের সুপ্রিম কোর্ট জজ। গত ২৪ জুন টাইরেস হাসপিলকে আদালত দোষী সাব্যস্ত করেছিলেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ১১ সেপ্টেম্বর গণমাধ্যমকে এ তথ্য জানান। গার্লফ্রেন্ডের বিলাসী জীবনযাপনে সহায়তার জন্য ফাহিমের অ্যাকাউন্ট থেকে ৪ লাখ ডলার চুরির ঘটনা ফাঁস হওয়ার পর হাসপিল তরুণ-মেধাবী উদ্যোক্তা ফাহিমকে (৩৪) হত্যার ষড়যন্ত্র করেছিলেন। এরপর ২০২০ সালের ১৩ জুলাই নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমকে অজ্ঞান করার পর ইলেকট্র্রিক করাত দিয়ে দেহ টুকরো টুকরা করে কেটে প্লাস্টিক-ব্যাগে ভরে তা সরিয়ে ফেলা হয়েছিল। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় শুনানিকালে উদঘাটিত হয় যে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ৪ লাখ ডলার সরিয়ে ফেলার তথ্যটি ফাহিম জানা সত্ত্বেও হাসপিলকে পুলিশে না দিয়ে কিস্তিতে তা পরিশোধের সুযোগ দিয়েছিলেন ফাহিম। সে সুযোগ কাজে লাগানোর পরিবর্তে হাসপিল ফাহিমকে হত্যার পর লাশ গুমের ষড়যন্ত্রে মেতেছিলেন। ফাহিমের বাবা আহমেদ সালেহ সৌদি আরবে অবস্থানকালে সেখানেই জন্মেছিলেন ফাহিম (১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর)। এক পর্যায়ে ২০১৮ সালে উদ্যোক্তায় পরিণত হন তিনি। মোটরসাইকেলকে ট্যাক্সির বিকল্প হিসেবে ব্যবহারের প্রয়াস পান। নাইজেরিয়ায় ‘গোকাডা, মালয়েশিয়ায় ‘জোবাইক’ এবং ঢাকায় ‘পাঠাও’ সার্ভিসের প্রবর্তন করেন অনলাইন সিস্টেমে। ম্যানহাটনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটল ফার্ম ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটল’র প্রতিষ্ঠাতা-অংশীদারও ছিলেন ফাহিম। ২০১৮ সালেই কৃষ্ণাঙ্গ আমেরিকান হাসপিল ফাহিমের ফার্মে চাকরি নিয়েছিলেন।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
পাঠাওয়ের ফাহিম হত্যায় হাসপিলের ৪০ বছরের জেল
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর