পাঠাও, গোকাডা, জোবাইকের প্রতিষ্ঠাতা বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা ও কম্পিউটার প্রোগ্রামার ফাহিম সালেহকে নৃশংসভাবে খুনের দায়ে তারই প্রতিষ্ঠানের কর্মচারী (এক্সিকিউটিভ সেক্রেটারি) টাইরেস হাসপিল (২৫)-কে প্যারোলে মুক্তিহীন ৪০ বছরের কারাদন্ড দিয়েছেন ম্যানহাটনের সুপ্রিম কোর্ট জজ। গত ২৪ জুন টাইরেস হাসপিলকে আদালত দোষী সাব্যস্ত করেছিলেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ১১ সেপ্টেম্বর গণমাধ্যমকে এ তথ্য জানান। গার্লফ্রেন্ডের বিলাসী জীবনযাপনে সহায়তার জন্য ফাহিমের অ্যাকাউন্ট থেকে ৪ লাখ ডলার চুরির ঘটনা ফাঁস হওয়ার পর হাসপিল তরুণ-মেধাবী উদ্যোক্তা ফাহিমকে (৩৪) হত্যার ষড়যন্ত্র করেছিলেন। এরপর ২০২০ সালের ১৩ জুলাই নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমকে অজ্ঞান করার পর ইলেকট্র্রিক করাত দিয়ে দেহ টুকরো টুকরা করে কেটে প্লাস্টিক-ব্যাগে ভরে তা সরিয়ে ফেলা হয়েছিল। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় শুনানিকালে উদঘাটিত হয় যে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ৪ লাখ ডলার সরিয়ে ফেলার তথ্যটি ফাহিম জানা সত্ত্বেও হাসপিলকে পুলিশে না দিয়ে কিস্তিতে তা পরিশোধের সুযোগ দিয়েছিলেন ফাহিম। সে সুযোগ কাজে লাগানোর পরিবর্তে হাসপিল ফাহিমকে হত্যার পর লাশ গুমের ষড়যন্ত্রে মেতেছিলেন। ফাহিমের বাবা আহমেদ সালেহ সৌদি আরবে অবস্থানকালে সেখানেই জন্মেছিলেন ফাহিম (১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর)। এক পর্যায়ে ২০১৮ সালে উদ্যোক্তায় পরিণত হন তিনি। মোটরসাইকেলকে ট্যাক্সির বিকল্প হিসেবে ব্যবহারের প্রয়াস পান। নাইজেরিয়ায় ‘গোকাডা, মালয়েশিয়ায় ‘জোবাইক’ এবং ঢাকায় ‘পাঠাও’ সার্ভিসের প্রবর্তন করেন অনলাইন সিস্টেমে। ম্যানহাটনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটল ফার্ম ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটল’র প্রতিষ্ঠাতা-অংশীদারও ছিলেন ফাহিম। ২০১৮ সালেই কৃষ্ণাঙ্গ আমেরিকান হাসপিল ফাহিমের ফার্মে চাকরি নিয়েছিলেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
পাঠাওয়ের ফাহিম হত্যায় হাসপিলের ৪০ বছরের জেল
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর