নরসিংদীর শিবপুরে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে ওই ব্যবসায়ীর বাড়ির ১০০ গজের মধ্যে এ হত্যার ঘটনা ঘটে। হত্যাকারীরা কুপিয়ে মৃতের বুকের পাঁজর, হাত-পা ও পিঠ আলগা করে দেয় এবং লিঙ্গ কেটে ফেলে। নিহত দৌলত হোসেন খানের আর্তচিৎকারে আশপাশের বাড়ির মানুষ এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হত্যাকারীরা। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে নরসিংদীর শিবপুরের মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মোরশেদ ফকিরের বাড়ির ওঠানে এ হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত দৌলত হোসেন খান (৫২) একই গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজালুর রহমান জানান, খুনি যেই হোক তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।