বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে গর্ব করত ফেনীবাসী। সেটাই কাল হয়েছে। সেটাই ফেনীর উন্নয়ন-অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ এই উক্তিটি জেলার জনপদসহ সারা দেশে বেশ পরিচিত। ফেনীতেই খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এখান থেকেই (ফেনী-১) টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর নামের ছোঁয়ার কারণেই দীর্ঘ দেড় যুগ ধরে আশীর্বাদের বদলে ফেনী ছিল অভিশপ্ত। হাজার কোটি টাকার উন্নয়নের তকমা লাগালেও, সত্যিকার অর্থে ফেনী ছিল সম্পূর্ণ অবহেলিত জেলা। যার পিছনের একমাত্র কারণ ছিল খালেদা জিয়ার জন্মভূমি। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, চাকরিবাকরি, ব্যবসাবাণিজ্য সবজায়গাই ফেনীর মানুষ ছিল অনেকটা কোণঠাসা। হযবরল মুহুরী নদীর ড্রেনেজ ব্যবস্থা, ২৭ বছরেও চালুর মুখ দেখেনি ফেনী-বিলোনিয়া রেলপথ, ১৮ লাখ মানুষের জনপদে হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব বলেন, খালেদা জিয়ার জন্মভূমি ফেনী হওয়াই কাল হলো আমাদের। গোপালগঞ্জের তুলনায় বিন্দুপরিমাণ উন্নয়নের কাজ হয়নি এখানে। খালেদা জিয়ার পরিকল্পনায় অর্ধ নির্মিত হওয়া মেডিকেল কলেজের ভবনেও আগুন লাগিয়ে দিয়েছিল ফেনীর তৎকালীন ক্যাডার জয়নাল হাজারী। ফেনীর মানুষকে সন্ত্রাসী কায়দায় অবরুদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এমনটাই দাবি করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। তিনি বলেন, শুধু ফেনীর পরিচয়ের কারণে বিগত সরকারের আমলে বহু তরুণের চাকরি হয়নি। অনেক যোগ্য কর্মকর্তার পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো। জিয়ার নাম পর্যন্ত মুছে ফেলার নীলনকশা এঁকেছিল বলে দাবি করছেন, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন, আমাদের নেতার নামে নির্মিত ফুলগাজী জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন করে দিয়ে তারা প্রমাণ করেছিল, আওয়ামী লীগ চায় না জিয়ার কোনো নামফলক থাকুক। ফেনীর মানুষ আওয়ামী লীগকে ভোট দিত না, তাই তারা এই জেলায় কোনো উন্নয়ন করেনি, এমনটাই দাবি করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও (ফেনী-১) আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, বেগম জিয়াকে পিছিয়ে রাখার জন্য, পরিকল্পিতভাবে বিগত সরকার ফেনী জেলা তথা এই জনপদকে পিছিয়ে রেখেছিল। ফেনীর কথা বললেই সরকারি কিংবা বিভিন্ন সংস্থার চাকরিতে পদোন্নতি হতো না। ধানের শীষকে ভোট দেওয়ায় ছিল এখানকার মানুষের সবচেয়ে বড় অপরাধ। মজনু আরও বলেন, ছয়টি ইউনিয়ন থাকা সত্ত্বেও কিন্তু খালেদা জিয়ার উপজেলা ফুলগাজীকে পৌরসভা করেনি, এর পিছনেও ছিল নেত্রীকে টার্গেট করে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র।
শিরোনাম
- ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া
- রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
- যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৩৮ ট্রিলিয়ন ডলার, নাগরিকপ্রতি দায় ১ লাখ ১১ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ
- ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
- ওপেনএআইয়ের ‘অ্যাটলাস’ বাজারে আসতেই গুগলের শেয়ারে বড় ধস
- নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড
- টিএমএসএস আইসিটি ইনস্টিটিউট ও টাউনলাইফ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর
- ইউক্রেনকে ১৫০ যুদ্ধবিমান দেবে সুইডেন
- হরিণাকুন্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নাটোরে চাঞ্চল্যকর মিঠুন হত্যার প্রধান আসামি নিক্সন গ্রেপ্তার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮০৩
- মিরপুরে উদ্বোধনী জুটিতে ১০ বছররের রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য
- বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৫ শতাংশ
- মিয়ানমারে স্টারলিংক ব্যবহার করে সাইবার প্রতারণা, ফাঁস আন্তর্জাতিক চক্রের তথ্য
- চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
- নামিয়া আনাম: নৃত্য থেকে প্রেম, প্রেম থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী
- অভাবের তাড়নায় সন্তান বিক্রি করা সেই বাবা পেলেন সহায়তা
- মার্কিন বাহিনীকে মোকাবিলায় পাঁচ হাজার রুশ মিসাইল মোতায়েন ভেনেজুয়েলার
খালেদা জিয়াকে নিয়ে গর্ব করায় কাল হলো ফেনীর
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সিভাসু’তে রবিবার শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
১০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

পশ্চিম তীর দখল গাজার যুদ্ধবিরতি বিপন্ন করতে পারে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম