বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে গর্ব করত ফেনীবাসী। সেটাই কাল হয়েছে। সেটাই ফেনীর উন্নয়ন-অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ এই উক্তিটি জেলার জনপদসহ সারা দেশে বেশ পরিচিত। ফেনীতেই খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এখান থেকেই (ফেনী-১) টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর নামের ছোঁয়ার কারণেই দীর্ঘ দেড় যুগ ধরে আশীর্বাদের বদলে ফেনী ছিল অভিশপ্ত। হাজার কোটি টাকার উন্নয়নের তকমা লাগালেও, সত্যিকার অর্থে ফেনী ছিল সম্পূর্ণ অবহেলিত জেলা। যার পিছনের একমাত্র কারণ ছিল খালেদা জিয়ার জন্মভূমি। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, চাকরিবাকরি, ব্যবসাবাণিজ্য সবজায়গাই ফেনীর মানুষ ছিল অনেকটা কোণঠাসা। হযবরল মুহুরী নদীর ড্রেনেজ ব্যবস্থা, ২৭ বছরেও চালুর মুখ দেখেনি ফেনী-বিলোনিয়া রেলপথ, ১৮ লাখ মানুষের জনপদে হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব বলেন, খালেদা জিয়ার জন্মভূমি ফেনী হওয়াই কাল হলো আমাদের। গোপালগঞ্জের তুলনায় বিন্দুপরিমাণ উন্নয়নের কাজ হয়নি এখানে। খালেদা জিয়ার পরিকল্পনায় অর্ধ নির্মিত হওয়া মেডিকেল কলেজের ভবনেও আগুন লাগিয়ে দিয়েছিল ফেনীর তৎকালীন ক্যাডার জয়নাল হাজারী। ফেনীর মানুষকে সন্ত্রাসী কায়দায় অবরুদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এমনটাই দাবি করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। তিনি বলেন, শুধু ফেনীর পরিচয়ের কারণে বিগত সরকারের আমলে বহু তরুণের চাকরি হয়নি। অনেক যোগ্য কর্মকর্তার পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো। জিয়ার নাম পর্যন্ত মুছে ফেলার নীলনকশা এঁকেছিল বলে দাবি করছেন, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন, আমাদের নেতার নামে নির্মিত ফুলগাজী জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন করে দিয়ে তারা প্রমাণ করেছিল, আওয়ামী লীগ চায় না জিয়ার কোনো নামফলক থাকুক। ফেনীর মানুষ আওয়ামী লীগকে ভোট দিত না, তাই তারা এই জেলায় কোনো উন্নয়ন করেনি, এমনটাই দাবি করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও (ফেনী-১) আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, বেগম জিয়াকে পিছিয়ে রাখার জন্য, পরিকল্পিতভাবে বিগত সরকার ফেনী জেলা তথা এই জনপদকে পিছিয়ে রেখেছিল। ফেনীর কথা বললেই সরকারি কিংবা বিভিন্ন সংস্থার চাকরিতে পদোন্নতি হতো না। ধানের শীষকে ভোট দেওয়ায় ছিল এখানকার মানুষের সবচেয়ে বড় অপরাধ। মজনু আরও বলেন, ছয়টি ইউনিয়ন থাকা সত্ত্বেও কিন্তু খালেদা জিয়ার উপজেলা ফুলগাজীকে পৌরসভা করেনি, এর পিছনেও ছিল নেত্রীকে টার্গেট করে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
খালেদা জিয়াকে নিয়ে গর্ব করায় কাল হলো ফেনীর
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর