বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস পুনর্গঠন করা হয়েছে। গতকাল বিএনপির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড ডাইরেক্টরস গঠন করা হয়েছে। বোর্ডের অপর সদস্যরা হলেন- অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক্সিকিউটিভ ডাইরেক্টর, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ডাইরেক্টর (অ্যাডমিন), অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ডাইরেক্টর (ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী ডাইরেক্টর (প্ল্যানিং)। ডাইরেক্টর (প্রোগ্রাম) করা হয়েছে ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রকৌশলী মো. মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম কাগজীকে। এ ছাড়া ডাইরেক্টর মনোনীত হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মণি চৌধুরী ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।