সপ্তাহের প্রথমদিনে দরপতন দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। ফলে কমেছে মূল্যসূচকও। একই সঙ্গে লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৪৮ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৫টি প্রতিষ্ঠানের। এ ছাড়া ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ পয়েন্টে নেমেছে। সব কয়টি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে আবার ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল এনআরবি ব্যাংকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০২ প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ৬০ লাখ টাকা।