ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় কাঞ্চন নামের এক যুবককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এরপরও মেরে ফেলার হুমকি দিয়ে কাঞ্চনের পরিবারের কাছে মুঠোফোনে আরও ৩০ লাখ টাকা দাবি করে অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরুপায় হয়ে ছেলেকে ফেরত চেয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আকুতি জানিয়েছেন কাঞ্চনের মা জেলার লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা শাহেদা খাতুন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন জানান, বছরখানেক আগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শানু মিয়ার ছেলে লিবিয়া প্রবাসী ছালামিন মিয়া কাঞ্চনকে ইতালি পাঠাবে বলে ১৫ লাখ টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কাঞ্চনের মা শাহেদা খাতুন রিচি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শানু মিয়া, কদর আলীর পুত্র সিজিল মিয়া ও শানু মিয়ার স্ত্রী রোকিয়া বেগমের কাছে ১৫ লাখ টাকা দেন। কিছুদিন পরই ছালামিন মিয়া কাঞ্চনকে লিবিয়া নেয়। লিবিয়া থেকে গেইমের মাধ্যমে কাঞ্চনকে ইতালি পাঠানোর জন্য ১০ লাখ টাকা চায়। বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে কাঞ্চনের মা উল্লেখিত ব্যক্তিদের কাছে ১০ লাখ টাকা দেন। টাকা দেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় কাঞ্চনের ওপর নির্যাতন। প্রায় দুই মাস পর কাঞ্চনের মার কাছে ভিডিও কল করে অমানুষিক নির্যাতনের চিত্র দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে ছালামিন, না হলে কাঞ্চনকে মেরে ফেলবে বলে জানান। কাঞ্চনের মা উক্ত ভিডিও দেখে নিজেকে সামলাতে না পেরে বাড়ি-ঘর বিক্রি করে শানু মিয়া, সিজিল মিয়া ও রোকিয়ার কাছে ২০ লাখ টাকা দেন। কিছুদিন যাওয়ার পর ছালামিন এবং তার লোকজন লিবিয়াতে কাঞ্চনের ওপর আবারও নির্যাতন চালায়। সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন আরও জানান, গত ২৬ নভেম্বর ভিডিও কলে ফোন দেয় দালালরা। এ সময় ৩/৪ জন লোক কাঞ্চনকে বেঁধে ঝুলিয়ে রেখে রড দিয়ে বেধড়ক মারপিট করে এবং আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য বলে। না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
লিবিয়ায় নির্যাতন ৩০ লাখ টাকা দাবি হবিগঞ্জে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর