ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় কাঞ্চন নামের এক যুবককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এরপরও মেরে ফেলার হুমকি দিয়ে কাঞ্চনের পরিবারের কাছে মুঠোফোনে আরও ৩০ লাখ টাকা দাবি করে অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরুপায় হয়ে ছেলেকে ফেরত চেয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আকুতি জানিয়েছেন কাঞ্চনের মা জেলার লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা শাহেদা খাতুন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন জানান, বছরখানেক আগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শানু মিয়ার ছেলে লিবিয়া প্রবাসী ছালামিন মিয়া কাঞ্চনকে ইতালি পাঠাবে বলে ১৫ লাখ টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কাঞ্চনের মা শাহেদা খাতুন রিচি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শানু মিয়া, কদর আলীর পুত্র সিজিল মিয়া ও শানু মিয়ার স্ত্রী রোকিয়া বেগমের কাছে ১৫ লাখ টাকা দেন। কিছুদিন পরই ছালামিন মিয়া কাঞ্চনকে লিবিয়া নেয়। লিবিয়া থেকে গেইমের মাধ্যমে কাঞ্চনকে ইতালি পাঠানোর জন্য ১০ লাখ টাকা চায়। বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে কাঞ্চনের মা উল্লেখিত ব্যক্তিদের কাছে ১০ লাখ টাকা দেন। টাকা দেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় কাঞ্চনের ওপর নির্যাতন। প্রায় দুই মাস পর কাঞ্চনের মার কাছে ভিডিও কল করে অমানুষিক নির্যাতনের চিত্র দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে ছালামিন, না হলে কাঞ্চনকে মেরে ফেলবে বলে জানান। কাঞ্চনের মা উক্ত ভিডিও দেখে নিজেকে সামলাতে না পেরে বাড়ি-ঘর বিক্রি করে শানু মিয়া, সিজিল মিয়া ও রোকিয়ার কাছে ২০ লাখ টাকা দেন। কিছুদিন যাওয়ার পর ছালামিন এবং তার লোকজন লিবিয়াতে কাঞ্চনের ওপর আবারও নির্যাতন চালায়। সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন আরও জানান, গত ২৬ নভেম্বর ভিডিও কলে ফোন দেয় দালালরা। এ সময় ৩/৪ জন লোক কাঞ্চনকে বেঁধে ঝুলিয়ে রেখে রড দিয়ে বেধড়ক মারপিট করে এবং আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য বলে। না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র