ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় কাঞ্চন নামের এক যুবককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এরপরও মেরে ফেলার হুমকি দিয়ে কাঞ্চনের পরিবারের কাছে মুঠোফোনে আরও ৩০ লাখ টাকা দাবি করে অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরুপায় হয়ে ছেলেকে ফেরত চেয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আকুতি জানিয়েছেন কাঞ্চনের মা জেলার লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা শাহেদা খাতুন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন জানান, বছরখানেক আগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শানু মিয়ার ছেলে লিবিয়া প্রবাসী ছালামিন মিয়া কাঞ্চনকে ইতালি পাঠাবে বলে ১৫ লাখ টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কাঞ্চনের মা শাহেদা খাতুন রিচি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শানু মিয়া, কদর আলীর পুত্র সিজিল মিয়া ও শানু মিয়ার স্ত্রী রোকিয়া বেগমের কাছে ১৫ লাখ টাকা দেন। কিছুদিন পরই ছালামিন মিয়া কাঞ্চনকে লিবিয়া নেয়। লিবিয়া থেকে গেইমের মাধ্যমে কাঞ্চনকে ইতালি পাঠানোর জন্য ১০ লাখ টাকা চায়। বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে কাঞ্চনের মা উল্লেখিত ব্যক্তিদের কাছে ১০ লাখ টাকা দেন। টাকা দেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় কাঞ্চনের ওপর নির্যাতন। প্রায় দুই মাস পর কাঞ্চনের মার কাছে ভিডিও কল করে অমানুষিক নির্যাতনের চিত্র দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে ছালামিন, না হলে কাঞ্চনকে মেরে ফেলবে বলে জানান। কাঞ্চনের মা উক্ত ভিডিও দেখে নিজেকে সামলাতে না পেরে বাড়ি-ঘর বিক্রি করে শানু মিয়া, সিজিল মিয়া ও রোকিয়ার কাছে ২০ লাখ টাকা দেন। কিছুদিন যাওয়ার পর ছালামিন এবং তার লোকজন লিবিয়াতে কাঞ্চনের ওপর আবারও নির্যাতন চালায়। সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন আরও জানান, গত ২৬ নভেম্বর ভিডিও কলে ফোন দেয় দালালরা। এ সময় ৩/৪ জন লোক কাঞ্চনকে বেঁধে ঝুলিয়ে রেখে রড দিয়ে বেধড়ক মারপিট করে এবং আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য বলে। না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০