ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় কাঞ্চন নামের এক যুবককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এরপরও মেরে ফেলার হুমকি দিয়ে কাঞ্চনের পরিবারের কাছে মুঠোফোনে আরও ৩০ লাখ টাকা দাবি করে অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরুপায় হয়ে ছেলেকে ফেরত চেয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আকুতি জানিয়েছেন কাঞ্চনের মা জেলার লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা শাহেদা খাতুন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন জানান, বছরখানেক আগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শানু মিয়ার ছেলে লিবিয়া প্রবাসী ছালামিন মিয়া কাঞ্চনকে ইতালি পাঠাবে বলে ১৫ লাখ টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কাঞ্চনের মা শাহেদা খাতুন রিচি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শানু মিয়া, কদর আলীর পুত্র সিজিল মিয়া ও শানু মিয়ার স্ত্রী রোকিয়া বেগমের কাছে ১৫ লাখ টাকা দেন। কিছুদিন পরই ছালামিন মিয়া কাঞ্চনকে লিবিয়া নেয়। লিবিয়া থেকে গেইমের মাধ্যমে কাঞ্চনকে ইতালি পাঠানোর জন্য ১০ লাখ টাকা চায়। বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে কাঞ্চনের মা উল্লেখিত ব্যক্তিদের কাছে ১০ লাখ টাকা দেন। টাকা দেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় কাঞ্চনের ওপর নির্যাতন। প্রায় দুই মাস পর কাঞ্চনের মার কাছে ভিডিও কল করে অমানুষিক নির্যাতনের চিত্র দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে ছালামিন, না হলে কাঞ্চনকে মেরে ফেলবে বলে জানান। কাঞ্চনের মা উক্ত ভিডিও দেখে নিজেকে সামলাতে না পেরে বাড়ি-ঘর বিক্রি করে শানু মিয়া, সিজিল মিয়া ও রোকিয়ার কাছে ২০ লাখ টাকা দেন। কিছুদিন যাওয়ার পর ছালামিন এবং তার লোকজন লিবিয়াতে কাঞ্চনের ওপর আবারও নির্যাতন চালায়। সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন আরও জানান, গত ২৬ নভেম্বর ভিডিও কলে ফোন দেয় দালালরা। এ সময় ৩/৪ জন লোক কাঞ্চনকে বেঁধে ঝুলিয়ে রেখে রড দিয়ে বেধড়ক মারপিট করে এবং আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য বলে। না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- হাসিনার কারণে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন তার স্বামী ড. ওয়াজেদ!
- দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি হেনরীকে
- পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
- দলীয়করণ নীতির অবসান ঘটাতে হবে
- শীতে বায়ুবাহিত রোগ
- নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা সময়ের দাবি
- এইচএমপি ভাইরাস ঠেকাতে সতর্কতা মানার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের
- ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্য জলবায়ু পরিবর্তন কতটা দায়ী?
- আগামী দিনের প্রশাসন : আজকের ভাবনা
- এক সপ্তাহে ১০ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব
- রাজশাহীতে সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- দুর্নীতি ও বৈষম্য দূর করতে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন জরুরি
- আলাস্কা কিনতে খরচ হয়েছিল ৭২ লাখ ডলার, গ্রিনল্যান্ডে কত লাগবে?
- শিক্ষাব্যবস্থা : প্রয়োজন মেগাপ্রজেক্ট
- দাবানলে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
- দশ জনের ইউনাইটেডের সঙ্গেও পারল না আর্সেনাল
- জমজমের নামে সাধারণ পানি বিক্রি করে প্রতারণা
- কেমন যোগাযোগব্যবস্থা দেখতে চাই
- দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসের পাশে কানাডা
- এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান