বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে ঢুকে পড়া ৯ শিশুসহ ১৪ রোহিঙ্গাকে শনিবার গভীর রাতে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। আলীকদমে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার আমতলী খেয়াঘাট এলাকা থেকে ৫৭নং বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করেন। এদের মধ্যে ৯ শিশু, ৩ নারী রয়েছেন।
বিপুল পরিমাণ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা অরণ্য ঢাকা পাহাড়ি পথে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে ঢুকে পড়েন।
৫৭নং বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আকিব জাভেদ জানান, অবৈধভাবে অনুপ্রবেশে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে ওই দিন গভীর রাতেই মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। আটককৃতদের সবার বাড়ি মিয়ানমারের বুচিডং জেলায়।