নিজের কাছ থেকে নির্মাণসামগ্রী না কেনায় নরসিংদীর ভাটপাড়ায় এক স্কুলশিক্ষককে মারধর করেছেন ছাত্রদল নেতা জুয়েল ঘোষ। তিনি পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সভাপতি প্রার্থী। শিক্ষককে মারপিটের প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। মারধরের শিকার ময়নাল হোসেন নরসিংদীর ভাটপাড়ায় এনসি গুপ্ত হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। ভুক্তভোগী সিনিয়র শিক্ষক ময়নাল হোসেন জানান, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বাড়ি নির্মাণের কাজ করছি। জুয়েল ঘোষ এসে আমাকে বলে তার কাছ থেকে ইট, বালু, সিমেন্ট, রড নিতে হবে। আমি তাকে বলি- যে মালামাল লাগবে আমি মোটামুটি সব এনেছি। পরবর্তীতে যা লাগবে তোমার থেকে নেব। তারপরও আমার ৯ বছরের ছেলেসহ আমার ওপর হামলা করে মারধর করে। আমি এর বিচার চাই।’ মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগের পর আমরা রাতভর আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষক ময়নাল তার ছেলেকে নিয়ে মাদরাসায় যাওয়ার পথে জুয়েল ঘোষের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাতরা হামলা করে। এ সময় শিক্ষক ময়নাল ও তার ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দিলেও জুয়েল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রতিবাদে গতকাল সকালে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা গাছের খন্ড, টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।