সুপারি বাগানে তুলা চাষ করে বাড়তি আয় করা যায়। সাথি ফসল হিসেবে সুপারিবাগানে তুলা চাষ লাভজনক। এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা সুপারিবাগান, আমবাগান ও বিভিন্ন রকম সবজির সঙ্গে তুলা চাষ করছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সেই সঙ্গে তুলা চাষে বৃদ্ধি পাচ্ছে মাটির উর্বরা শক্তি। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের আরজ আলী, আব্বাস আলী, আকবর হোসেনসহ অনেকে সাথি ফসল হিসেবে তুলা চাষ করছেন। লালমনিরহাটের ভাটিবাড়ি গ্রামের কৃষক রমেশ চন্দ্র বর্মণ এবারও তুলা চাষ করেছেন। বিগতে সময়ে তুলা চাষ করে লোকসানে পড়েছিলেন। এর ফলে কয়েক বছর তুলা চাষ থেকে বিরত ছিলেন। কিন্তু গত বছর সুপারি বাগানে তুলার আবাদ করে তিনি লাভবান হন। গত বছর সুপারির বাগানে তুলা চাষ করে তুলা বিক্রি করে বিঘায় ৩০ হাজার টাকা লাভ করেছেন তিনি। এবার ১ একর জমিতে ৩০ মণ তুলা আবাদ হবে বলে আশা করছেন। ৪ হাজার টাকা প্রতি মণে ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে। এর মধ্যে খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। শুধু রমেশ চন্দ্রই নন, সেখানকার অসংখ্য কৃষক এখন চাষ করছেন উচ্চ ফলনশীল জাতের তুলা। তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উচ্চ ফলনশীল জাত চাষ করে বিঘাপ্রতি ১২ মণ ও হাইব্রিড তুলা চাষ করে ১৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরে রংপুর জোনে রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে, যা গতবারের চেয়ে কয়েক হেক্টর বেশি। এসব জমিতে ৭ হাজার ১২৫ মেট্রিক টন তুলা উৎপাদন হবে বলে জানান তিনি। তুলা বাজারজাতকরণে সুবিধাজনক দিক হলো-তুলা বোর্ডের ঠিক করে দেওয়া একটি নির্দিষ্ট মূল্য রয়েছে সবখানে। কৃষকরা যখন-তখন নগদ মূল্যে তুলা বিক্রি করতে পারেন। এজন্যই তুলা চাষ বাড়ছে।
শিরোনাম
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত