সুপারি বাগানে তুলা চাষ করে বাড়তি আয় করা যায়। সাথি ফসল হিসেবে সুপারিবাগানে তুলা চাষ লাভজনক। এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা সুপারিবাগান, আমবাগান ও বিভিন্ন রকম সবজির সঙ্গে তুলা চাষ করছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সেই সঙ্গে তুলা চাষে বৃদ্ধি পাচ্ছে মাটির উর্বরা শক্তি। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের আরজ আলী, আব্বাস আলী, আকবর হোসেনসহ অনেকে সাথি ফসল হিসেবে তুলা চাষ করছেন। লালমনিরহাটের ভাটিবাড়ি গ্রামের কৃষক রমেশ চন্দ্র বর্মণ এবারও তুলা চাষ করেছেন। বিগতে সময়ে তুলা চাষ করে লোকসানে পড়েছিলেন। এর ফলে কয়েক বছর তুলা চাষ থেকে বিরত ছিলেন। কিন্তু গত বছর সুপারি বাগানে তুলার আবাদ করে তিনি লাভবান হন। গত বছর সুপারির বাগানে তুলা চাষ করে তুলা বিক্রি করে বিঘায় ৩০ হাজার টাকা লাভ করেছেন তিনি। এবার ১ একর জমিতে ৩০ মণ তুলা আবাদ হবে বলে আশা করছেন। ৪ হাজার টাকা প্রতি মণে ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে। এর মধ্যে খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। শুধু রমেশ চন্দ্রই নন, সেখানকার অসংখ্য কৃষক এখন চাষ করছেন উচ্চ ফলনশীল জাতের তুলা। তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উচ্চ ফলনশীল জাত চাষ করে বিঘাপ্রতি ১২ মণ ও হাইব্রিড তুলা চাষ করে ১৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরে রংপুর জোনে রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে, যা গতবারের চেয়ে কয়েক হেক্টর বেশি। এসব জমিতে ৭ হাজার ১২৫ মেট্রিক টন তুলা উৎপাদন হবে বলে জানান তিনি। তুলা বাজারজাতকরণে সুবিধাজনক দিক হলো-তুলা বোর্ডের ঠিক করে দেওয়া একটি নির্দিষ্ট মূল্য রয়েছে সবখানে। কৃষকরা যখন-তখন নগদ মূল্যে তুলা বিক্রি করতে পারেন। এজন্যই তুলা চাষ বাড়ছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সুপারিবাগানে তুলা চাষ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর