সুপারি বাগানে তুলা চাষ করে বাড়তি আয় করা যায়। সাথি ফসল হিসেবে সুপারিবাগানে তুলা চাষ লাভজনক। এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা সুপারিবাগান, আমবাগান ও বিভিন্ন রকম সবজির সঙ্গে তুলা চাষ করছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সেই সঙ্গে তুলা চাষে বৃদ্ধি পাচ্ছে মাটির উর্বরা শক্তি। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের আরজ আলী, আব্বাস আলী, আকবর হোসেনসহ অনেকে সাথি ফসল হিসেবে তুলা চাষ করছেন। লালমনিরহাটের ভাটিবাড়ি গ্রামের কৃষক রমেশ চন্দ্র বর্মণ এবারও তুলা চাষ করেছেন। বিগতে সময়ে তুলা চাষ করে লোকসানে পড়েছিলেন। এর ফলে কয়েক বছর তুলা চাষ থেকে বিরত ছিলেন। কিন্তু গত বছর সুপারি বাগানে তুলার আবাদ করে তিনি লাভবান হন। গত বছর সুপারির বাগানে তুলা চাষ করে তুলা বিক্রি করে বিঘায় ৩০ হাজার টাকা লাভ করেছেন তিনি। এবার ১ একর জমিতে ৩০ মণ তুলা আবাদ হবে বলে আশা করছেন। ৪ হাজার টাকা প্রতি মণে ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে। এর মধ্যে খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। শুধু রমেশ চন্দ্রই নন, সেখানকার অসংখ্য কৃষক এখন চাষ করছেন উচ্চ ফলনশীল জাতের তুলা। তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উচ্চ ফলনশীল জাত চাষ করে বিঘাপ্রতি ১২ মণ ও হাইব্রিড তুলা চাষ করে ১৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরে রংপুর জোনে রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে, যা গতবারের চেয়ে কয়েক হেক্টর বেশি। এসব জমিতে ৭ হাজার ১২৫ মেট্রিক টন তুলা উৎপাদন হবে বলে জানান তিনি। তুলা বাজারজাতকরণে সুবিধাজনক দিক হলো-তুলা বোর্ডের ঠিক করে দেওয়া একটি নির্দিষ্ট মূল্য রয়েছে সবখানে। কৃষকরা যখন-তখন নগদ মূল্যে তুলা বিক্রি করতে পারেন। এজন্যই তুলা চাষ বাড়ছে।
শিরোনাম
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ