সুপারি বাগানে তুলা চাষ করে বাড়তি আয় করা যায়। সাথি ফসল হিসেবে সুপারিবাগানে তুলা চাষ লাভজনক। এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা সুপারিবাগান, আমবাগান ও বিভিন্ন রকম সবজির সঙ্গে তুলা চাষ করছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সেই সঙ্গে তুলা চাষে বৃদ্ধি পাচ্ছে মাটির উর্বরা শক্তি। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের আরজ আলী, আব্বাস আলী, আকবর হোসেনসহ অনেকে সাথি ফসল হিসেবে তুলা চাষ করছেন। লালমনিরহাটের ভাটিবাড়ি গ্রামের কৃষক রমেশ চন্দ্র বর্মণ এবারও তুলা চাষ করেছেন। বিগতে সময়ে তুলা চাষ করে লোকসানে পড়েছিলেন। এর ফলে কয়েক বছর তুলা চাষ থেকে বিরত ছিলেন। কিন্তু গত বছর সুপারি বাগানে তুলার আবাদ করে তিনি লাভবান হন। গত বছর সুপারির বাগানে তুলা চাষ করে তুলা বিক্রি করে বিঘায় ৩০ হাজার টাকা লাভ করেছেন তিনি। এবার ১ একর জমিতে ৩০ মণ তুলা আবাদ হবে বলে আশা করছেন। ৪ হাজার টাকা প্রতি মণে ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে। এর মধ্যে খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। শুধু রমেশ চন্দ্রই নন, সেখানকার অসংখ্য কৃষক এখন চাষ করছেন উচ্চ ফলনশীল জাতের তুলা। তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উচ্চ ফলনশীল জাত চাষ করে বিঘাপ্রতি ১২ মণ ও হাইব্রিড তুলা চাষ করে ১৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরে রংপুর জোনে রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে, যা গতবারের চেয়ে কয়েক হেক্টর বেশি। এসব জমিতে ৭ হাজার ১২৫ মেট্রিক টন তুলা উৎপাদন হবে বলে জানান তিনি। তুলা বাজারজাতকরণে সুবিধাজনক দিক হলো-তুলা বোর্ডের ঠিক করে দেওয়া একটি নির্দিষ্ট মূল্য রয়েছে সবখানে। কৃষকরা যখন-তখন নগদ মূল্যে তুলা বিক্রি করতে পারেন। এজন্যই তুলা চাষ বাড়ছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা