বায়ুদূষণে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অধিকাংশ সময়ই শীর্ষ পাঁচের মধ্যে থাকে ঢাকার নাম। গতকাল ছুটির দিনের বিকালে বায়ুদূষণে ঢাকাকে পেছনে ফেলে বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। পরিবেশ অধিদপ্তরের লাইভ বায়ুমান সূচকে (একিউআই) বিকাল ৫টায় ঢাকার স্কোর ছিল ১৫৫, বরিশালের ১৭৫, রংপুরের ১৬৩ ও ময়মনসিংহের ১৬২। ১৭৭ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দূষণ ছিল ঢাকার নিকটবর্তী সাভারে। তবে সন্ধ্যা ৬টায় ২২০ স্কোর নিয়ে দেশের শীর্ষ দূষিত শহরের তালিকায় নাম লেখায় বরিশাল। বায়ুমান সূচক ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বাতাস বলা হয়। সূচক ৫১-১০০ পর্যন্ত সহনশীল, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর ও ৩০০ ছাড়িয়ে গেলে দুর্গোগপূর্ণ বায়ু হিসেবে বিবেচনা করা হয়। বায়ুমান গবেষকরা বলছেন, অনেক সময়ই দূষণে ঢাকাকে ছাড়িয়ে যাচ্ছে দেশের অনেক শহর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকায় না থাকায় এ শহরগুলোর নাম সামনে আসে না। অন্য শহরগুলোতেও উন্নয়নযজ্ঞ বাড়ছে। ফলে দূষণ বাড়ছে। এ ছাড়া আন্তদেশীয় দূষণের কারণেও দেশের অনেক শহরের বায়ুমান খারাপ হচ্ছে। এদিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, গতকাল ছুটির দিনেও সকাল ৯টায় বায়ুমান সূচকে (একিউআই) ১৬৩ স্কোর নিয়ে দূষণে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। বেলা বাড়ার সঙ্গে দূষণ কমে। বিকাল সাড়ে ৫টায় ইফতারের আগমুহূর্তে বিশ্বের দূষিত নগরীর তালিকায় ঢাকা ১৯তম স্থানে নামে। একিউআই স্কোর দাঁড়ায় ১০৫। ইফতারের পরে অবশ্য দূষণ ফের বাড়তে শুরু করে। সাড়ে ৬টা নাগাদ দূষিত নগরীর তালিকায় ১৩তম অবস্থানে চলে আসে ঢাকা। গতকাল বিকালে সবচেয়ে কম দূষণ ছিল যথাক্রমে সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা ও চট্টগ্রামে।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার