বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, যত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পথে এগোনো যায় ততই মঙ্গল। কারণ, মব সহিংসতা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ও নারী নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এগুলো দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বজলুর রশীদ ফিরোজ বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এ নিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনও নির্বাচনের জন্য প্রস্তুত। কাজেই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করি। আমরা গত ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলে এসেছি, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত। কারণ আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে হবে। নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালেও তাঁরা আমাদের বলেছেন, এ বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা দিতে সমস্যা কোথায়? এ বছর না পারলে আগামী বছর কখন নির্বাচন হবে সেটা পরিষ্কার করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। সন্ত্রাস বাড়ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। জাতিকে নির্বাচনমুখী করতে পারলে এসব কমে আসবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে টাকার খেলাও বন্ধ করা উচিত। এতে অসৎ ব্যক্তিই ক্ষমতাবান হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে নির্বাচনের সময় সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন তারা যেন নিরপেক্ষ থাকেন সে ব্যবস্থা করতে হবে।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার