ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল থেকে বুড়িচং উপজেলার নিমসার পর্যন্ত গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। জানা গেছে, ভোরে চান্দিনার নূরীতলা এলাকায় চট্টগ্রামগামী একটি লরি, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে পুনরায় চলাচল শুরু হয়। তবে যান চলাচল শুরুর পর কিছু চালক উল্টো পথে গাড়ি চালাতে থাকেন, এতে যানজট তীব্র আকার ধারণ করে। দুপুরের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। ঢাকাগামী বাসযাত্রী কামাল হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার থেকে যাত্রা করি। নিমসার এলাকায় এসে যানজটে পড়ি। এক ঘণ্টার পথ তিন ঘণ্টায় অতিক্রম করতে হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, কয়েকটি পরিবহনের সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে দায়িত্ব পালন করেছে।