সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত পিলার সংলগ্ন খেলার মাঠ জরিপ করতে এসে বাংলাদেশিদের বাধার মুখে ফিরে গেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। গতকাল সীমান্ত পিলার ১২৭৮ ও ১২৭৯-এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল বাংলাদেশের ভূখ বিএসএফ দখল করে নিচ্ছে, এমন অভিযোগে স্থানীয়রা মাঠে হাজির হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাংলাদেশিদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই স্থানটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন। এখন মাঠটি দখলের পাঁয়তারা করছে বিএসএফ। সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী জায়গাটি ভারত পেয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়। গতকাল ১২৭৮-১২৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান বিএসএফ ও বিজিবি সদস্যরা। এ সময় স্থানীয় বাংলাদেশিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের বাধার মুখে যৌথ জরিপ দল ঘটনাস্থল ত্যাগ করে। পরে উত্তেজিত লোকজনকে শান্ত করে বিজিবি।