ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে বিক্ষুব্ধ ঢাকাবাসীর পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি বলেন, সোমবার ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি শুরু হবে। বিকাল ৩টা পর্যন্ত নগর ভবনের সামনে এ কর্মসূচি চলবে। এর আগে গতকাল সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে ছোট ছোট মিছিল নিয়ে আসেন ঢাকার বিভিন্ন এলাকার ইশরাক সমর্থকরা। এ সময় নগর ভবনের প্রধান ফটক ও সামনের সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ প্রভৃতি। তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি যেমন জানাচ্ছেন, তেমনই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দিচ্ছেন নানা স্লোগান। প্রধান ফটকের পাশাপাশি আন্দোলনকারীরা নগর ভবনের ভিতরের ফটকগুলোয় অবস্থান নেন এবং বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে নগর সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ সময় নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গোলাপশাহ মাজার, গুলিস্তান, প্রেস ক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে এসে শেষ হয়। জানা যায়, নিজেকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত শনিবার স্থানীয় সরকার বিভাগে চিঠিও দেন ইশরাক হোসেন। এরপর সন্ধ্যায় ডাকেন সংবাদ সম্মেলন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। নির্বাচন ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে গড়িমসি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল ঢাকার গেন্ডারিয়া থেকে আসা যুবদল কর্মী মহিউদ্দিন আহমদও সেই কথার প্রতিধ্বনি করেন। তিনি বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছে সরকার। আর এতে নেতৃত্ব দিচ্ছে উপদেষ্টা আসিফ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। পুরান ঢাকার টিকাটুলি থেকে আসা সৈকত পাল বলেন, মেয়র ঘোষণা করে গেজেট পাস হয়েছে, শপথ কেন পড়ানো হচ্ছে না? অনতিবিলম্বে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার থেকে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। সেদিন থেকেই ডিএসসিসি নগর ভবন কার্যত অচল। দাবি আদায়ে শনিবার হয় সচিবালয় অভিমুখে যাত্রা। এ কর্মসূচির পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা। এদিকে ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাে র ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ চলছে ঢাকা দক্ষিণ সিটি ভবনে। তালাবদ্ধ থাকায় সিটি করপোরেশন ও মন্ত্রণালয়ে কর্মকর্তারা-কর্মচারীরা কেউই নগর ভবনে ঢুকতে পারছেন না। ফলে সব ধরনের সেবা থেকে বঞ্চিত নাগরিকরা।