কক্সবাজার শহরে আয়োজিত জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিরূপ মন্তব্য করায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। বিএনপি নেতা-কর্মীদের তীব্র প্রতিক্রিয়ার কারণে পূর্বনির্ধারিত চকরিয়া স্টেশনের পথসভা না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ করেন এনসিপি নেতারা। এরপর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপি পথসভা মঞ্চ ভেঙে দিয়েছে। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকাল ৫টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের।
বিএনপি নেতা-কর্মীরা বলেন, দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপি নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপি নেতা-কর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকাল ৪টা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুরের পর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকাল পৌনে ৪টার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন।
এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার বলেন, ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন। ব্যানার ছিঁড়ে ও ট্রাকের কাচ ভাঙচুর করেছেন। পরে বিএনপি নেতা-কর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেন।