মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের এগিয়ে চলার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে চলেছেন সোমা সাঈদ। কুইন্স সিভিল কোর্টের জজ হওয়ার চার বছরের মাথায় নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন তিনি। এ পদে তাঁকে মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। কমিউনিটি সরব থাকলে সামনের ৪ নভেম্বরের নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ১২ বছর বয়সে মা এবং বাবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব সৈয়দের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্তরাষ্ট্রে আসা সোমা নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উচ্চতর শিক্ষা গ্রহণের পর মেধাগুণে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে জজ হিসেবে ২০২১ সালে নির্বাচিত হয়ে এ স্টেটে প্রথম মুসলিম ও বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন। এরপর আর থেমে
থাকেননি। কমিউনিটি সার্ভিসে নিবেদিত থাকার স্বীকৃতি হিসেবে আরেকটি ইতিহাসের সাক্ষী হবেন বলে সবার ধারণা।
উল্লেখ্য, ৭ আগস্ট কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক জুডিশিয়াল কনভেনশনে সর্বসম্মতভাবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে (কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চ) পাঁচটি শূন্য আসনের বিচারপতি হিসেবে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়। বিপুল করতালির মধ্যে এ ঘোষণা দেন পার্টির প্রেসিডেন্ট (১৩ বারের মতো নির্বাচিত) কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। প্রার্থীরা হলেন ইরা গ্রিনবার্গ, সোমা সাঈদ, স্যান্দ্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং এবং গ্যারি মিরেট।