যুদ্ধ, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের ভয়ংকর এক আগ্রাসি তৎপরতা প্রতিরোধে সদস্য রাষ্ট্রসমূহকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বানে ৯ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করেন সংস্থাটির নয়া সভাপতি এ্যানালিনা বেরবোক।
জাতিসংঘের ১৯৪৫ সালের সনদ অনুযায়ী, সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে এ্যানালিনা শপথ গ্রহণের সময় সবার প্রতি বিরাজিত চ্যালেঞ্জসমূহ সম্মিলিতভাবে সাহসের সঙ্গে মোকাবিলার আহ্বানও জানিয়েছেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ্যানালিনা বলেন, এবারের অধিবেশনটিকে স্বাভাবিক অথবা গতানুগতিক ভাবার অবকাশ নেই। এটি হচ্ছে মানবতার কল্যাণে অবদান রাখার বিশেষ একটি অঙ্গীকার গ্রহণের অধিবেশন- যে সংকল্পে প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ। জাতিসংঘ চলতি সাধারণ অধিবেশনের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানা গেছে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিশ্ব শান্তির লক্ষ্যে সাইড-ইভেন্টেও কথা বলবেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নিউইয়র্কে আসার কথা ২২ সেপ্টেম্বর।