জীবননগর উপজেলার উথলীতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত দুই ভাই হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মিন্টু আনোয়ার (৫৫) ও আমির হামজা (৪৫)। এ ঘটনায় আবদুর রাজ্জাক নামের আরও এক ভাইকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল সকালে উথলী গ্রামের এ ঘটনা ঘটে।
উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান জহুরুল হক বলেন, আনোয়ার ও হামজাদের একটি গরু বিক্রি নিয়ে প্রতিবেশী খোকার সঙ্গে সম্প্রতি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এর জেরে গতকাল সকালে খোকা লোকজন নিয়ে আনোয়ারদের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার এবং চিকিৎসাধীন হামজার মৃত্যু হয়। জীবননগর থানার ওসি মামুন হোসেন বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।