জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনের মূল এজেন্ডা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা। প্রায় সব বিশ্বনেতাই তাঁদের ভাষণে এ বিষয়ে কথা বলছেন। আরব ও মুসলিম বিশ্বের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। এসব সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। বরং গত দুই দিনে আরও ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা, আরব নিউজ, এএফপি
গত দুই দিনে ইসরায়েলি বাহিনী আল-আহলি স্টেডিয়াম এবং নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এতে ৮৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। এ অবস্থায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা জানিয়েছেন, ইসরায়েলের একের পর এক হামলা তাঁর দেশ ও অঞ্চল ঝুঁকির মুখে ফেলছে। ২৪ সেপ্টেম্বর গত কয়েক দশকের মধ্যে প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে আহমদ আল-শারা জাতিসংঘের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সপ্তাহে ভাষণ দেন।
যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের নতুন পরিকল্পনা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিসংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১ পয়েন্টসংবলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনিসহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া : দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া।