চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। আজ দুর্গাপূজার মহাসপ্তমী।
পঞ্জিকা অনুসারে, আজ দুপুর ১২টা ৫৬ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি স্থায়ী হবে। এর মধ্যে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম। রং-বেরঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমিয়েছেন মণ্ডপগুলোতে। সন্ধ্যায় ঢাকের তালে আরতির জন্যও রয়েছে তাদের আলাদা প্রস্তুতি। রাজধানীর বসুন্ধরা সর্বজনীন পূজামণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল সাজে। বসুন্ধরা সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক পবিত্র সরকার বলেন, এ বছরে দেবী দুর্গার মুখের আদল তুলে ধরা পূজামণ্ডপ সাজানো হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমীতে সন্ধ্যায় মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ সপ্তমী পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে রাজধানীসহ সারা দেশের মণ্ডপগুলোয়। এ বছর দেশের ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫৯টি পূজামণ্ডপ। দুর্গাপূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে নি-িদ্র নিরাপত্তাব্যবস্থা।